রমজানে ২৫ হাজার অভিবাসী শ্রমিককে খাবার দেবেন সোনু সুদ

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 17:07:20

দু’দিন পরই শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। প্রতি বছর এ দিনটিকে ঘিরে এক অন্যরকম উচ্ছ্বাস থাকে মুসলিম ধর্মাবলম্বীদের মাঝে। কিন্তু এ বছর মহামারি করোনাভাইরাসের কারণে তা যেনো একেবারেই নেই।

মহামারি এই ভাইরাসের কারণে লকডাউনে রয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশ। ফলে বন্ধ রয়েছে কাজও। কিন্তু এই সময়টিতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষগুলো। তবে তাদের সাহায্যের জন্য অনেক তারকাই বাড়িয়ে দিয়েছেন হাত।

তাদেরই একজন অভিনেতা সোনু সুদ। বলিউডের এই অভিনেতা স্বাস্থ্যকর্মীদের জন্য নিজের জুহুর হোটেলের দরজা আগেই খুলে দিয়েছেন। পাশাপাশি ৪৫ হাজার অসহায় মানুষের খাবারের দায়িত্বটিও নিজের কাঁধে তুলে নিয়েছেন। এবার মুম্বাইয়ে আটকে থাকা ভিন্ন রাজ্যের শ্রমিকদের পাশে দাঁড়ালেন তিনি।

রমজান উপলক্ষে কারনাটাকা, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তর প্রদেশ-সহ আরও কয়েকটি রাজ্যের প্রায় ২৫ হাজার শ্রমিকদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন তিনি।

২৫ হাজার অভিবাসী শ্রমিকদের জন্য কয়েকটি অস্থায়ী রান্নাঘর তৈরির উদ্যোগ নিয়েছেন সোনু। যেখান থেকে রান্না করা খাবার সোজা পৌঁছে যাবে শ্রমিক ও তাদের পরিবারের কাছে।

পবিত্র রমজান মাসে সারাদিন রোজা রাখার পর যাতে কাউকে অভুক্ত না থাকতে হয় সে কারণেই এই উদ্যোগ নিয়েছেন বলিউডের এই অভিনেতা।

এ সম্পর্কিত আরও খবর