জেমস ক্যামেরন পরিচালিত ‘টাইটানিক’ মুক্তি পায় ১৯৯৭ সালে। ছবিটিতে জ্যাক (লিওনার্দো ডিক্যাপ্রিও) ও রোজের (কেট উইন্সলেট) প্রেম কাহিনি আজও নাড়া দেয় দর্শকের হৃদয়। মুক্তি এতো বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত এর জনপ্রিয়তা রয়েছে তুঙ্গে।
শুধু চলচ্চিত্র প্রেমীদের মধ্যেই নয়, হিমালয়ে ‘টাইটানিক’-এর জনপ্রিয়তা দেখেছেন কেট উইন্সলেট। এ প্রসঙ্গে হলিউডের এই অভিনেত্রী বলেন, “সব জায়গাতেই রয়েছে ‘টাইটানিক’। ছবিটি মুক্তির বছর দুয়েক পর ভারতে গিয়েছিলাম আমি। পায়ে হেঁটে হিমালয়ে যাচ্ছিলাম সেসময় আমার সঙ্গী হিসেবে ছিলো শুধুমাত্র আমার কাঁধের ব্যাগটি। হাঁটার সময় লাঠিতে ভর দিয়ে এক ব্যক্তি আমার কাছে এগিয়ে আসেন। বয়স আনুমানিক ৮৫ বছর ছিলো। তার একটি চোখ ছিলো অন্ধ। এরপর তিনি আমার দিকে তাকিয়ে বলেন তুমি ‘টাইটানিক’। উত্তরে আমি তাকে বলেছিলাম, ‘হ্যাঁ।’ এরপর তিনি তার বুকে একটি হাত রেখে বলেন, ‘ধন্যবাদ।’ চোখের পানি ধরে রাখতে পারিনি সেসময়। মনে মনে ভাবছিলাম যে, এই ছবিটি আমাকে অনেক মানুষের কাছে পৌঁছে যাওয়ার সুযোগ করে দিয়েছে।”