এশিয়ার সেরা সিনেমার তালিকায় শুভ’র সিনেমা

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 07:17:31

খাবার নিয়ে তৈরি এশিয়ার সেরা ২৫ সিনেমার তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক খ্যাতনামা ম্যাগাজিন ‘এশিয়ান মুভি পালস’। সেই তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ অভিনীত কলকাতার প্রথম সিনেমা ‘আহা রে’।

খাবারকে কেন্দ্র করে দুই ধর্মের মানুষের ভালোবাসার গল্প উঠে রঞ্জন ঘোষ পরিচালিত ‘আহা রে’ ২০১৯ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার পর দেশ ও দেশের বাইরে প্রশংসা পায়। সিনেমাটিতে আরিফিন শুভ’র বিপরীতে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

এশিয়ার সেরা সিনেমার তালিকায় স্থান পাওয়ায় শুভ জানিয়েছেন, খাবার নিয়েই এর গল্প। আর নিজেকে সেভাবেই প্রস্তুত করতে হয়েছিল। বেশ গুছিয়ে কাজটি সম্পন্ন হয়। আমার কলকাতার প্রথম সিনেমার এমন অর্জনে আমি গর্বিত।

‘আহা রে’ সিনেমার নায়ক-নায়িকা

অন্যদিকে ভারতীয় গণমাধ্যমে ঋতুপর্ণা জানিয়েছেন, সেরা ২৫টি খাবার নিয়ে তৈরি ছবির তালিকায় উঠে এসেছে, এটা আমাদের কাছে গর্বের। এর আগেও সিনেমাটি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বেশ কিছু পুরস্কার পেয়েছে। নিজেকে এ সিনেমার অংশ ভেবে খুব ভালো লাগছে।

সিনেমাটিতে শুভ-ঋতুপর্ণা ছাড়াও আরও অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, দীপঙ্কর দে, শকুন্তলা বড়ুয়া, অমৃতা চট্টোপাধ্যায় প্রমুখ। সিনেমাটি ‘ভাবনা-আজ-ও-কাল’ এর ব্যানারে নির্মিত হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর