ইচ্ছে হচ্ছে উড়ে গিয়ে শেষ দেখাটা দেখে আসতে: ফারুকী

সিনেমা, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 12:22:22

ঘুম থেকে উঠেই নায়কের মৃত্যুর খবর শুনেছেন পরিচালক। এরপর কিছুক্ষণ নির্বাক হয়ে জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলেন। নিজের ‘ডুব’ সিনেমার নায়কের মৃত্যু নিয়ে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী মোবাইলে ফোনে বিমর্ষ কণ্ঠে শুধু জানালেন, দিনটা শুরু হলো অবিশ্বাস্য খারাপ খবর দিয়ে। ইচ্ছে হচ্ছে উড়ে গিয়ে শেষ দেখাটা দেখে আসতে। কিন্তু সেটা সম্ভব নয়।

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা ইরফান খান বুধবার (২৯ এপ্রিল) সকালে মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৩ বছর। বাংলাদেশের দর্শকদের কাছেও তুমুল জনপ্রিয় ছিলেন ইরফান খান। মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ২০১৭ সালে বাংলাদেশের ‘ডুব’ সিনেমায় অভিনয় করেছেন ইরফান।

‘ডুব’ সিনেমার পোস্টারে ইরফান খান 

সিনেমাটিতে বলিউড অভিনেতা ইরফান খান নুসরাত ইমরোজ তিশা বিপক্ষে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। রোকেয়া প্রাচী এবং পার্ণো মিত্র পরে চলচ্চিত্রটিতে সাপোর্টিং অভিনেত্রী হিসেবে অংশগ্রহণ করেন। এই চলচ্চিত্রটি ইরফান খানের ১০ম আন্তর্জাতিক চলচ্চিত্র। সেই সূত্রে ইরফান খান ও মোস্তফা সরয়ার ফারুকীর বন্ধুত্ব।

মৃত্যুর আগে শারীরিক অবস্থা হঠাৎ অবনতি হওয়ার কারণে মঙ্গলবার (২৮ এপ্রিল) মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়েছিলো ইরফান খানকে। সেখানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাকে। এছাড়া ২০১৮ সালের মে মাসে নিওরোএন্ডোক্রাইন টিউমারে আক্রান্ত হন ইরফান খান। পরে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন বলিউডের এই অভিনেতা।

আরও পড়ুন:

মায়ের কাছে যেতেই তাড়াহুড়ো করে ইরফানের ‘সালাম বোম্বে’

এ সম্পর্কিত আরও খবর