মঙ্গলবার থেকে বিটিভিতে আবার ‘এইসব দিন রাত্রি’

ছোটপর্দা, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 19:50:48

দেশের করোনা পরিস্থিতিতে ঘরবন্দি দর্শকদের জন্য ৩৫ বছর আগের জনপ্রিয় পারিবারিক ধারাবাহিক নাটক ‘এইসব দিন রাত্রি’ আবার প্রচার শুরু করতে যাচ্ছে রাষ্ট্রীয় টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন। আগামীকাল ৫ মে (মঙ্গলবার) রাত ৯টা থেকে আবারও প্রচারিত হবে ধারাবাহিকটি বলে বার্তা২৪.কমকে নিশ্চিত করেছে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান বিভাগ।

এর আগে করোনা পরিস্থিতিতে গেলো ৬ এপ্রিল থেকে হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’ ও ‌‘বহুব্রীহি’ শিরোনামের নব্বই দশকের নন্দিত ধারাবাহিক নাটক আবার প্রচার শুরু করেছে রাষ্ট্রীয় টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন।

‘এইসব দিন রাত্রি’ ১৯৮৫ সালে বিটিভিতে প্রথম প্রদর্শন করা হয়। নাটকটা সেই সময় এতটাই জনপ্রিয় ছিল যে নাটক চলাকালীন সময়ে ঢাকার ব্যস্ত রাস্তাগুলো ফাঁকা থাকত। নাটকটি ঢাকা শহরে বসবাসকারী একটি মধ্যবিত্ত পরিবারের গল্প বলে। নাটকটিতে একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের সুখ, ভালোবাসা, বিয়ে, মৃত্যু, সমস্যা ইত্যাদিই দেখানো হয়েছে।

হুমায়ূন আহমেদের রচনায় ‘এইসব দিন রাত্রি’ পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান। নাটকটিতে অভিনয় করেছেন বুলবুল আহমেদ (শফিক ), খালেদ খান (আনিস), নায়ার সুলতানা লোপা (টুনি), কাজী মেহফুজুল হক (বাবা), আবুল খায়ের (মামা), শিল্পী সরকার অপু (শাহানা), ইনামুল হক (মি করিম), ডলি জহুর (নীলু), লুৎফুন নাহার লতা (শারমিন) , আসাদুজ্জামান নূর (রফিক) , দিলারা জামান(মা) ও মাসুদ আলী খান (অফিসের কর্মকর্তা)।

এ সম্পর্কিত আরও খবর