‘অ্যা সুইটেবল বয়’ শিরোনামের ছয় পর্বের একটি সিরিজ নির্মাণ করেছেন মীরা নৈর। বিক্রম শেঠের ‘নেমসেক’ উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে সিরিজটি। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন টাবু, ঈশান খাত্তার ও তানিয়া মানিকতালা।
চমকপ্রদ তথ্য হলো- এই সিরিজটিতে ৪৮ বছর বয়সী টাবুর প্রেমিকের চরিত্রে পাওয়া যাবে ২৪ বছরের ঈশানকে। ২৪ বছরের বড় অভিনেত্রীর সঙ্গে প্রেমিকের চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা কেমন ছিলো সম্প্রতি এক সাক্ষাৎকারে সেটি জানালেন ঈশান।
তিনি বলেন- “আমি চ্যালেঞ্জিং অভিজ্ঞতাগুলো অনুসন্ধান করি এবং এমন অভিজ্ঞতাগুলোর সন্ধান করি যা আমাকে বেড়ে ওঠার সুযোগ দেয়। তাছাড়া আমাদের চলচ্চিত্রের আমার প্রিয় এক অভিনেত্রীর সঙ্গে ওয়ান-টু ওয়ান সমীকরণ এবং একটি কাজের সম্পর্ক থাকার চেয়ে ভাল অভিজ্ঞতার কথা ভাবতে পারি না। তাই আমি মনে করি তার সঙ্গে এমন চরিত্রে অভিনয়ের সময় নাভার্স হওয়ার চাইতে আনন্দিত বেশি ছিলাম। আমি প্রথম যখন চিত্রনাট্যটি পরেছি সেসময়ই আমার মনে হয়েছে এটি করা উচিত। কেননা এখনকার দিনে এমন অনেকেই আছেন যারা কিনা এমন কিংবদন্তি তারকাদের সঙ্গে অভিনয়ের সুযোগ পান না। কিন্তু সেদিক থেকে আমি ভাগ্যবান।”
গত ডিসেম্বরে প্রকাশ পেয়েছে ‘অ্যা সুইটেবল বয়’-এর পোস্টার।