৫০০ শ্রমিকের জন্য তিনটি ফ্লাইট বুকিং দিলেন অমিতাভ

সিনেমা, বিনোদন

বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 15:20:54

করোনাভাইরাসের বিস্তার রোধে সারা ভারতে লকডাউনের কারণে আটকে পড়েছেন অসংখ্য অভিবাসী শ্রমিক। মুম্বাই থেকে তাদের অনেককে উত্তর প্রদেশ ফেরাতে সপ্তাহ খানেক আগে ১০টি বাসের ব্যবস্থা করেছিলেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন।

এবার ৫০০ অভিবাসী শ্রমিকের জন্য তিনটি ফ্লাইট বুকিং দিলেন অমিতাভ বচ্চন। যার মাধ্যমে এসব শ্রমিক তাদের বাড়ি বেনারসে ফিরতে পারবেন।

এ প্রসঙ্গে অমিতাভ বচ্চনের একটি ঘনিষ্ঠসূত্র বলেন, “অমিতাভ বচ্চন চাননি এ বিষয়টি নিয়ে কোন ধরনের প্রচারণা হোক। তাই অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে সবকিছু করা হয়েছে। ৫০০ অভিবাসী শ্রমিকের জন্য তিনটি ফ্লাইট বুকিং দেওয়া হয়েছে। যার মধ্যে বুধবার (১০ জুন) সকালে ১৮০ জন অভিবাসী শ্রমিককে নিয়ে ইন্ডিগোর বেনারসগামী একটি এয়ারলাইন্স রওনা হয়। প্রথম পর্যায়ে তাদের ট্রেনে করে বাড়ি ফেরানোর পরিকল্পনা করা হয়েছিলো। কিন্তু কোন এক কারণে সেটি সম্ভব হয়নি।”

অমিতাভ বচ্চনের ঘনিষ্ঠ একজন সবকিছুর তদারকি করছেন। ওয়েস্ট বেঙ্গল, বিহার, তামিলনাড়ু ও অন্যান্য রাজ্যে অভিবাসীদের নিজ শহরে পৌঁছানোর জন্য আরও কয়েকটি ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে।

অমিতাভ বচ্চন

এর আগে নিম্ন আয়ের এক লাখ চলচ্চিত্রকর্মীর পরিবারকে নিত্য প্রয়োজনীয় পণ্য দিতে সহযোগিতা করেন বিগ বি।

শুধু অমিতাভ নয়, অভিবাসী শ্রমিকদের নিজ দেশে ফেরাতে কিছুদিন আগে পরিবহণ ও ফ্লাইটের ব্যবস্থা করেছিলেন।

এ সম্পর্কিত আরও খবর