বড় বড় কার্টুন ভরে যা পাঠালেন অমিতাভ

সিনেমা, বিনোদন

Sozibe | 2023-09-01 18:05:32

ভারতের দক্ষিণ অঞ্চল কেরালায় চলছে ভয়াবহ বন্যা।

প্রায় পাঁচশো মানুষের মৃত্যু হয়েছে সে বন্যায়, এখন পর্যন্ত।

বন্যা পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে আপাতত।

বন্যার চিত্র

ভারতীয় সেনা, নৌসেনা এবং বায়ুসেনা একযোগে উদ্ধার কাজ করছেন।

সেই সঙ্গে রয়েছে বিপর্যয় থেকে রক্ষাকারী বাহিনী এবং রাজ্য প্রশাসনের কর্মীরাও।

২৩টি হেলিকপ্টার ও এক হাজার লাইফবোট নেমেছে বন্যার্তদের উদ্ধারের কাজে।

কেরালার এই বন্যায় দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন বলিউড থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমের তারকারা।

অমিতাভ বচ্চন

বলিউড শাহেনশাহ বন্যাদুর্গত এলাকার মানুষের জন্য ছয়টি বড় কার্টুন পাঠিয়েছেন।

সেসবে রয়েছে তার নিজের ব্যবহার করা ৮০টি জ্যাকেট, ২৫টি প্যান্ট, ২০টি শার্ট আর ৪০ জোড়া জুতা।

এছাড়াও অমিতাভ বচ্চন কেরালার মুখ্যমন্ত্রীর তহবিলে ৫১ লাখ রুপি অনুদান দিয়েছেন বন্যায় ক্ষতিগ্রস্থদের সহেযোগিতায়।

এসব গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের সমন্বয়কারী রেসুল পুকুট্টি।

বন্যার পানি যেহেতু নামতে শুরু করেছে, এবং নতুন করে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর; ফলে ক্রমেই উন্নত হবে পরিস্থিতি, আশাবাদ সবার।

অমিতাভ বচ্চন

বন্যা পরিস্থিতি নিয়ে ভীষণ চিন্তিত অমিতাভ।

টুইটরে জানালেন তিনি সে ব্যাপারে।

এখনও কেরালায় ২০ লাখ মানুষ বন্যার কবলে।

তিন হাজার আশ্রয় শিবিরে রাখা হয়েছে ৬ লাখ মানুষকে।

শুধু অমিতাভ বচ্চনই নয়, ছোটরাও যোগ দিয়েছেন ত্রাণ তহবিলের জন্য অর্থদানে।

অমিতাভ বচ্চন

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি রুপি দিয়েছেন সুশান্ত সিং রাজপুত।

বলি বাদশাহ দিয়েছেন ২১ লাখ।

জ্যাকুলিন ফার্নান্দেজ দিয়েছেন পাঁচ লাখ রুপি।

এছাড়াও এষা গুপ্ত দিয়েছেন তার এক দিনের উপার্জন।

পুনম পাণ্ডে দিয়ে দিয়েছেন তার আগামী ছবি তেলেগু ভাষায় ‘লেডি গব্বর সিং’ থেকে পাওয়া পারিশ্রমিকের পুরোটাই।

সালমান খান ‘ভারত’ ছবির শুটিং করছেন মাল্টায়।

সালমান খান

সেখান থেকে এক টুইট বার্তায় তিনি বলছেন-

আমি গভীরভাবে মর্মাহত। আসুন, কেরালার বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াই। আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিই।

সালমান খান চেষ্টা করছেন বানভাসি মানুষের জন্য সাধ্যমতো খাদ্য, বস্ত্র, চিকিৎসাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে।

তার নির্দেশে কাজ করছে বেশ কিছু স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।

এ সম্পর্কিত আরও খবর