হ্যারি পটার-এর পদ্মার বিয়ে

সিনেমা, বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট | 2023-08-31 08:21:27

বাংলাদেশী বংশোদ্ভূত বৃটিশ অভিনেত্রী আফসান আজাদ।

‘হ্যারি পটার’ সিরিজের পদ্মা পাতিল তিনি।

আফসান আজাদ

অভিনয় করেছেন এই সিরিজের পাঁচটি চলচ্চিত্রে।

‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’ মুক্তি পায় ২০০৫ সালে।

এই চলচ্চিত্রের গল্পে ছিলো ইয়ুল বল পার্টির আয়োজন।

দেখা যায়-

হগওয়ার্টসে চলছে ট্রাইউইজার্ড টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের অন্তর্বর্তীকালীন ঐতিহ্য হিসেবে আয়োজিত হয় একটি নাচের অনুষ্ঠান। সবাই সেখানে সেজেগুজে সঙ্গীসমেত নাচে অংশগ্রহণ করে। ‘হ্যারি পটার’-এর মূল দুই চরিত্র হ্যারি পটার এবং রন উইসলির নাচের সঙ্গী হয়েছিলেন দুই যমজ বোন পার্বতী ও পদ্মা।

হ্যারি পটারের সঙ্গে নাচ

এই চলচ্চিত্রটি যখন মুক্তি পায়, তখন বাংলাদেশের এখানে সেখানে পার্বতী ও পদ্মাকে নিয়ে আলোচনা চলে।

কারণ তারা দুজনই যে বাংলাদেশী বংশোদ্ভূত!

একজন তো আফসান আজাদ, অন্যজন শেফালী চৌধুরী।

২৯ বছর বয়সী আফসান আজাদ যুক্তরা‌জ্যের ম্যানচেস্টারে জন্মগ্রহণ করেন ১৯৮৯ সা‌লের ১২ ফেব্রুয়ারি।

আফসান আজাদ

নাবিল কাজী নামক বাংলাদেশী বংশোদ্ভূত ছেলেটি গত কয়েকবছর তার প্রেমিক ছিলো।

এখন হাজব্যান্ড।

বিয়ে করেছেন সম্প্রতি তারা।

আফসান লিখেছেন-

এক বছ‌রের দীর্ঘ প‌রিকল্পনার পর বি‌য়ে‌টি অব‌শে‌ষে সুন্দরভা‌বে সম্পন্ন হ‌য়ে‌ছে। নতুন জীবন শুরুর সম‌য়ে সবার দোয়া কামনা ক‌রছি।

বি‌য়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘হ্যা‌রি পটার’ সিরি‌জের অভিনেতা-অভি‌নেত্রী ও কলাকুশলী‌রা।

এ সম্পর্কিত আরও খবর