প্রযুক্তির কল্যাণে বিনোদন এখন হাতের মুঠোয়। ইন্টারনেটের বদৌলতেই সব প্রজন্মের মানুষের কাছে বিনোদনের মাধ্যম হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন প্ল্যাটফর্মে নির্মিত বিভিন্ন ওয়েব সিরিজ।
বিনোদনের শুধু খবরই দেওয়া নয়, বরং বিনোদন তৈরি করার অঙ্গীকার নিয়ে দু বছর আগে যাত্রা শুরু করা বার্তা২৪ এবার তেমনই এই প্ল্যাটফর্ম হিসেবে আহবান জানাচ্ছে তরুণ নির্মাতাদের।
বার্তা২৪.কম-এর প্ল্যাটফর্ম থেকে ‘ওয়েব সিরিজ’ নির্মাণের সুযোগ পাবেন অভিজ্ঞ ও তরুণ সব নির্মাতারা। ভালো আইডিয়া নিয়ে ঘুরছেন বাস্তবায়নের সুযোগ পাচ্ছেন না? যোগ দিতে পারেন বার্তা২৪-এর এই উদ্যোগে।
ফিকশন/ নন ফিকশন এ দুটি ক্যাটাগরিতে ওয়েব সিরিজ নির্মাণে আপনার পরিকল্পনা বিস্তারিত জানিয়ে ই-মেইল করুন নিম্নোক্ত ঠিকানায়। আপনার আইডিয়া ও গল্পের দৃশ্যমানকল্পে বার্তা২৪ হতে চায় পৃষ্ঠপোষক। ই-মেইল: bartaws.2020@gmail.com