‘আইসক্রিম’, ‘ন ডরাই’র পর শরিফুল রাজ কাজ করেছেন আলোচিত ‘পরাণ’ ও ‘হাওয়া’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় আছে সিনেমা দুইটি। এরই মাঝে জানা গেলো, এই চিত্রনায়কের নতুন খবর।
অ্যাকশান-থ্রিলার ভিত্তিক ‘ইনফিনিটি’ শিরোনামের একটি ওয়েব সিরিজে প্রথমবার অভিনয় করেছেন রাজ। ৭ পর্বের এই ওয়েব সিরিজটিতে শরিফুল রাজকে দেখা যাবে পুলিশের বিশেষ বাহিনীর একজন এজেন্ট হিসাবে। সিরিজটি পরিচালনা করেছেন মেহেদি হাসিব।
ওয়েব সিরিজটিতে কাজ করা প্রসঙ্গে রাজ বার্তা২৪.কমকে জানিয়েছেন, গল্পের স্ক্রিপ্ট পড়েই আমি কাজটি করতে আগ্রহী হই। এই ধরণের অ্যাকশান-থ্রিলার ওয়েব সিরিজ বাংলাদেশে নতুন। এই সিরিজে ব্যাবহার করা হয়েছে অত্যাধুনিক ভিএফএক্স, যেটার কাজ পরিচালক নিজেই করেছেন। এছাড়া গল্পের প্রয়োজনে সিরিজে নতুন এমন কিছু ব্যাবহার করা হয়েছে যা বিনোদনের মাত্র আরও বাড়িয়ে দিবে।
পরিচালনা মেহেদি হাসিব জানিয়েছেন, গল্পের প্রয়োজনে ও চিত্রনাট্য বিশ্বাসযোগ্য ভাবে ফুটিয়ে তুলতে বানাতে হয়েছিলো ৫টি ভিন্ন ভিন্ন ব্যতিক্রমধর্মী সেট আর একটি বিশাল ক্রোমা সেট। বাজেট ও পরিপার্শ্বিকতার সমন্বয় ঘটাতে, ১৭টি ভিন্ন ভিন্ন জোনে ৭ পর্বের ইনিফিনিটি ওয়েব সিরিজটির শুটিং শেষ করতে হয়েছিলো মাত্র ৭ দিনেই; যার মধ্যে বেশ কয়েকদিন একটানা ২০ থেকে ২২ ঘণ্টা শুটিং করতে হয়েছে আমাদের।
‘ইনফিনিটি’ ওয়েব সিরিজে শরিফুল রাজ ছাড়াও আরও অভিনয় করেছেন মুমতাহিনা টয়া, সুমন আনোয়ার, মুকিত জাকারিয়া, মাসুম বাশারসহ অনেকেই।
মোশান রক এন্টারটেইনমেন্টের সার্বিক তত্ত্বাবধানে ও ডট থ্রি প্রোডাকশানের ব্যানের নির্মিত এই সিরিজটি ঈদের আগেই একটি জনপ্রিয় অনলাইন প্লাটফর্মে মুক্তি পাবে।