বিদায় ২০২০: মহামারির দুঃস্বপ্ন কাটিয়ে পৃথিবী হবে আরও সুন্দর

, ফিচার

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,ঢাকা | 2023-09-01 12:08:40

‘ফোটে যে ফুল আঁধার রাতে/ঝরে ধুলায় ভোর বেলাতে/আমায় তারা ডাকে সাথে- আয় রে আয়।/সজল করুণ নয়ন তোলো, দাও বিদায়...। আজ পশ্চিমাকাশে দিনের সূর্যটা ডোবার সাথে সাথে বিদায় নিলো ২০২০।

গোধূলি লগ্ন

সব বিদায়ে মিশে থাকে আনন্দ-বেদনার কাব্য! করোনাভাইরাসের ধাক্কা, নিঃসঙ্গতা, প্রিয়জন হারানোরা বেদনা, বিচ্ছিন্নতা, অনিশ্চিত ভবিষ্যৎ, বিষাদে ভরা ছিলো পুরোটা বছর। তাই ২০২০ সালে বেদনার কাব্যই লেখা হয়েছে বেশি।

আজকের সূর্যাস্তের মধ্য দিয়ে ২০২০ বিদায় নিলো

রক্তিম আভা ছড়িয়ে গোধূলি লগ্নে বছরের শেষ সূর্যের দিকে তাকিয়ে অনেকের মনে হয়ত ‘বিশের বিষে নীল হওয়া স্মৃতিগুলোর উঁকি দিচ্ছে’। আবার কেউ কেউ বিষাদে ছেঁয়ে যাওয়া সূর্যটা ভুলে নতুন সূর্যের অপেক্ষা করছেন।

পশ্চিমাকাশে কাল সূর্য

আতঙ্ক, মরণ ভীতি নিয়ে কাটা যাওয়া পুরো বছর কেউ আর মনে করতে চাইবে না। আজকের সূর্যাস্তের মধ্য দিয়ে সকল উৎকণ্ঠা ঝেরে নতুন আলো ও সুন্দর আগামীর প্রত্যাশায় থাকবেন মানুষ।

মহামারির দুঃস্বপ্ন কাটিয়ে ঝলঝলে স্বপ্নে পৃথিবী হবে আরও সুন্দর ও শান্তিময়

আসছে ২০২১। রাত পোহালে পুরাতনের গ্লানি ভুলে উঁকি দেবে নতুন সূর্য। অনিশ্চিত ভবিষ্যতের দুশ্চিন্তায় থাকা মানুষ নতুন আশায় বুক বাঁধবে। মহামারির দুঃস্বপ্ন কাটিয়ে ঝলমলে স্বপ্নে পৃথিবী হবে আরও সুন্দর ও শান্তিময়।

এ সম্পর্কিত আরও খবর