বিশ্বের দীর্ঘতম সাইকেল ১৮০ ফুট ১১ ইঞ্চি!

  • ফিচার ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিশ্বের দীর্ঘতম সাইকেল ১৮০ ফুট ১১ ইঞ্চি!। ছবি: সংগৃহীত

বিশ্বের দীর্ঘতম সাইকেল ১৮০ ফুট ১১ ইঞ্চি!। ছবি: সংগৃহীত

বিশ্বের দীর্ঘতম সাইকেলটির তকমা এখন নেদারল্যান্ডসের (ডাচ) দখলে। সাইকেলটি লম্বায় ১৮০ ফুট ১১ ইঞ্চি। দেশটির আটজন ইঞ্জিয়ান এই সাইকেলটি তৈরি করেছেন।

এমন আবিষ্কারের জন্য দলটির নেতৃত্বে থাকা ইভান শাল্ক গিনেস ওয়ার্ল্ডস থেকে স্বীকৃতি পেয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন অস্ট্রেলিয়ান নাগরিক বার্নি রায়ান। ২০২০ সালের তার তৈরিকৃত সাইকেলটির দৈর্ঘ্য ছিল ১৫৫ ফুট ৮ ইঞ্চি।

রেকর্ডের এমন তথ্য জানায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

বিজ্ঞাপন

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, দলটির নেতৃত্বে ছিলেন ৩৯ বছর বয়সী ইভান শাল্ক। তিনি শৈশব থেকেই এমন আকৃতির সাইকেল তৈরির পরিকল্পনা করেছিলেন।

সাইকেলটি চালাতে সহজ হলেও এটি ডাচ শহরে দৈনন্দিন ব্যবহারের জন্য খুব বেশি কার্যকর হবে না।

ইভান শাল্ক বলেন, "আমি বছরের পর বছর ধরে এই ধারণাটি নিয়ে ভাবছি। পরে গিনেস ওয়ার্ল্ডস থেকে একটি বইয়ে এমন রেকর্ডের ধারণা পেয়েছি।  

রেফারেন্স বই অনুসারে, এই রেকর্ডটি গত ৬০ বছরে বহুবার ভাঙা হয়েছে। স্বাভাবিকের চেয়ে বড় আকৃতির সাইকেল প্রথমে তৈরি হয়েছিল জার্মানির কোলন শহরে ১৯৬৫ সালে। যার পরিমাপ ছিল ৮ মিটার (২৬ ফুট ৩ ইঞ্চি)। অতীতের রেকর্ডধারীদের মধ্যে নিউজিল্যান্ড, ইতালি, বেলজিয়াম, অস্ট্রেলিয়া এবং নেদারল্যান্ডের দুটি দল সহ বিভিন্ন দেশের লোক ছিল।

তিনি জানান, আমি ২০১৮ সালে এই প্রকল্পটি শুরু করেছি। তৈরিকৃত এই সাইকেলটিতে উচ্চ প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। আমাদের প্রযুক্তিগত জ্ঞানকে সর্বোচ্চ প্রয়োগ করে এটি তৈরি করেছি।