সুদর্শন জলপিপি

, ফিচার

ফটো স্টোরি, বার্তা২৪.কম | 2023-09-01 21:17:49

জলপিপি; সুদর্শন এই পাখিটিকে একসময় গ্রামের দিঘী বা ঝিলে বিচরণ করত। এখন শিকারিদের অত্যাচারে গ্রামীণ জনপদ থেকে অনেকটাই বিতাড়িত এই পাখিটি।

পক্ষীনিবাস ও বড় জলাভূমিগুলিতে মাঝে মাঝে এদের বিচরণ দেখা যায়। জলপিপি বাংলাদেশ ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিভিন্ন দেশগুলিতে দেখতে পাওয়া যায়।

সোমবার (১৬ আগস্ট) ঢাকার অদূরে ধামরাই উপজেলায় এক জলাধারে দেখা মেলে জলপিপির।


এই পাখির বাংলা নাম – জলপিপি বা দলপিপি। ইংরেজি নাম – ব্রোঞ্জ উইন্ড জাকানা (Bronze -Winged Jacana) ।

গোত্রের নাম – জাকানিদি ।এদের বৈজ্ঞানিক নাম- মেটোপিডিয়াস ইন্ডিকাস (Metopidius Indicus) ।


জলাভূমিতে বিচরণকালে অদ্ভুত সুন্দর পি -পি -পি সুরে ডাকার কারণে, এদের আমরা বাংলায় জলপিপি বলে থাকি। এদের পা ও পায়ের আঙুলগুলি স্বাভাবিকের তুলনায় বেশি লম্বা হয়ে থাকে।


এরা জলে ভাসমান পাতা গুলির উপর ভর দিয়ে অতি দ্রুত চলাচল করতে সক্ষম। এরা যখন ওড়ে তখন এদের গলা সামনের দিকে ও পা ঝুলন্ত অবস্থায় থাকে। জলজ উদ্ভিদের পাতা, ঘাস,ছোটখাটো পোকামাকড়, জলজ বিভিন্ন ফল ও বীজ এদের প্রধান খাবার।


এদের প্রজনন কাল শুরু হয় সাধারণত বর্ষার পরে। স্ত্রী জলপিপি পাখিরা প্রজনন কালে একাধিক পুরুষ জলপিপি পাখির সাথে মিলিত হয়। ডিমে তা দেয়া থেকে শুরু করে বাচ্চা প্রতিপালনের সম্পূর্ণ দায়িত্ব পুরুষ জলপিপি পাখির ওপরে থাকে। সাধারণত জলাভূমিতে থাকা বিভিন্ন জলজ উদ্ভিদের পাতার উপরে ডিম পাড়ে ।

এ সম্পর্কিত আরও খবর