লাল শাপলার জলে শিকারে ব্যস্ত কানি বক!

, ফিচার

ফটো স্টোরি, বার্তা২৪.কম | 2023-09-01 16:10:41

শরতের রৌদ্রজ্জ্বল প্রকৃতি। বিলের জলে ফুটন্ত লাল শাপলা! সেই জলে দীর্ঘক্ষণ চুপ করে বসা থাকা। একটু পর জলের উপরে শিকারী দৃষ্টি নিয়ে পাখা মেলে ধরে। এরপর শাপলার জলে ডানা ঝাপটিয়ে উঠে আসা। এই দৃশ্য অপরূপ বকসুন্দরী কানি বকের।

দৃশ্যটি বার্তা২৪.কম-এর ফটোগ্রাফার মো. হাসানের ক্যামেরার লেন্সে ধরা পড়েছে রাজধানীর অদূরে কেরানীগঞ্জ এলাকায়।

উইকিপিডিয়া সূত্রে জানা যায়, দক্ষিণ এশিয়া মহাদেশে এ বকের প্রধান আবাস
দেশি কানি বক সাদা ডানা ও বাদামি পিঠের মাঝারী আকারের জলচর পাখি
দেশি কানি বকের ওজন গড়ে ২১৫ গ্রাম
প্রজনন ঋতুতে এর মাথা হলদে-পীতাভ রঙ্গ ধারণ করেন
কানি বক হাওর, বিল, জলা, খাল, নদী, ধানক্ষেত ও প্যারাবনে বিচরণ করে
এই প্রজাতির বক বর্ষায় তিন থেকে পাঁচটি ডিম পাড়ে। ডিম পাড়ার ১৮ থেকে ২৪ দিনের মধ্যে বাচ্চা ফোটে।
পূর্ণবয়স্ক পাখির ডানা সাদা, পিঠে ও গলায় খয়েরি বাদামি ছোপ আছে

এ সম্পর্কিত আরও খবর