প্রদীপের আলোয় লোকনাথ আশ্রম

, ফিচার

ফটো স্টোরি, বার্তা২৪.কম | 2023-09-01 19:36:17

আপনজনের কল্যাণ কামনায় প্রতি বছর কার্তিক মাসের শেষ ১৫ দিনের প্রতি শনি ও মঙ্গলবার উপবাস বা ‘কার্তিক ব্রত' পালন করেন লোকনাথভক্তরা। উপবাসে লোকণাথভক্তরা কলাপাতা, ফুল, মাটির প্রদীপ ইত্যাদি নিয়ে আগরবাতি বা ধূপ জ্বালিয়ে উন্মুক্ত ময়দানে নারী-পুরুষ লোকণাথের মূর্তির সামনে সারিবদ্ধভাবে বসেন। কলাপাতার উপর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করেন। সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন শেষে ভাঙা হয় উপবাস। প্রদীপ জ্বালানো হলে ধূপের ধোয়ায় আচ্ছন্ন আশ্রমে প্রার্থনায় মগ্ন হন পুণ্যার্থীরা। আপনজনের জন্য মঙ্গল কামনা করেন। দেশ ও দেশের বাইরের বিভিন্ন অঞ্চল থেকে বারদীতে লোকনাথ আশ্রমে রাখের উপবাস পালন করতে আসেন লোকনাথ ভক্তরা।

নারায়ণগঞ্জের বারদী লোকনাথ আশ্রম থেকে ‘কার্তিক ব্রত' পালনের চিত্র তুলে ধরেছেন স্টাফ করেসপন্ডেন্ট মেহেদী হাসান রানা।





 

এ সম্পর্কিত আরও খবর