কানের দুল খুঁজতে গিয়ে হাজার বছরের বস্তু উদ্ধার!  

, ফিচার

ফিচার ডেস্ক বার্তা২৪.কম | 2023-10-07 17:14:43

 

নরওয়ের এক ব্যক্তি মেটাল ডিটেক্টর দিয়ে কানের দুল খুঁজতে গিয়ে হাজার বছরের প্রত্নবস্তুর সন্ধান পেয়েছে। বিবিসির বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে এনডিটিভি।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, নরওয়ের একটি পরিবার মেটাল ডিটেক্টর দিয়ে তাদের বাগানে হারিয়ে যাওয়া কানের দুলের সন্ধান করছিল। তখনই সেখানে থাকা একটি কবর থেকে হাজার বছর আগের কিছু বস্তুর সন্ধান পান তারা।

দেশটির বিশেষজ্ঞরা বলছেন, প্রত্নবস্তুগুলো নবম শতাব্দীতে জোমফ্রুল্যান্ডের ছোট্ট দ্বীপে এক মহিলার সমাধিতে ব্যবহার করা হয়েছিল। বস্তুগুলো ভাইকিং-যুগের সমাধির অংশ বলে মনে করেন তাঁরা। 

এ ঘটনায় নরওয়ের ভেস্টফোল্ডের সাংস্কৃতিক ঐতিহ্য এবং টেলিমার্ক কাউন্টি কাউন্সিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে ওই পরিবারকে অভিনন্দন জানান।

ওয়েস্টফোল্ড এবং টেলিমার্ক কাউন্টি কাউন্সিলের একজন প্রত্নতাত্ত্বিক ভিবেকে লিয়া লাইভ সায়েন্সকে বলেন, কবরে পাওয়া বৃহত্তর প্রত্নবস্তুটি হল একটি ডিম্বাকৃতির ব্রোচ। এগুলো ভাইকিং যুগের নারীরা সামনের দিকে কাঁধে বেঁধে রাখতেন।

এই ব্রোচ তারা এক জোড়ায় পড়তেন। তাই সেখানে আরেকটি থাকতে পারে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর