এক নজরে ডিসেম্বরের সব দিবস

, ফিচার

ফিচার ডেস্ক, বার্তা২৪.কম | 2023-12-01 17:05:52

নভেম্বর মাস শেষ করে বছরের শেষ মাস ডিসেম্বর আসার কড়া নাড়ছে। নতুন বছর শুরু হবে নতুন সম্ভাবনায়। বছর জুড়ে থাকে নানা রকম উৎসব। শেষ ৩১ দিনের মাস- ডিসেম্বরেও তার ব্যতিক্রম নয়। বড়দিন, বিজয় দিবসের কথা তো সকলেই জানেন। এছাড়াও আছে নানা অজানা অনেক দিবস। বছরের শেষ মাসে বিশ্বব্যাপী কী কী দিবস উদযাপন বাকি রয়েছে জেনে নিন!

ডিসেম্বর ১, ২০২৩-বিশ্ব এইডস দিবস, বাংলাদেশের মুক্তিযোদ্ধা কর্তৃক বেসরকারিভাবে পালিত মুক্তিযোদ্ধা দিবস।

ডিসেম্বর ২, ২০২৩-বিশ্ব দাসত্বের সমাপ্তি দিবস, বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস।

ডিসেম্বর ৩, ২০২৩-বিশ্ব প্রতিবন্ধী দিবস

ডিসেম্বর ৪, ২০২৩-বিশ্ব নৌ দিবস

ডিসেম্বর ৫, ২০২৩-বিশ্ব মৃত্তিকা দিবস, বিশ্ব সামাজিক ও অর্থনৈতিক স্বেচ্ছাসেবক দিবস।

ডিসেম্বর ৬, ২০২৩-জাতীয় স্বৈরাচার পতন দিবস অথবা সংবিধান সংরক্ষণ দিবস।

ডিসেম্বর ৭, ২০২৩- আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস।

ডিসেম্বর ৮, ২০২৩- জাতীয় যুব দিবস, বোধি দিবস।

ডিসেম্বর ৯, ২০২৩-আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস, বেগম রোকেয়া দিবস।

ডিসেম্বর ১০, ২০২৩- বিশ্ব মানবাধিকার দিবস, জাতীয় ভ্যাট দিবস।

ডিসেম্বর ১১, ২০২৩-বিশ্ব পর্বত দিবস, ইউনিসেফ দিবস।

ডিসেম্বর ১২, ২০২৩-স্মার্ট বাংলাদেশ দিবস, সার্বজনীন স্বাস্থ্য সেবা দিবস। 

ডিসেম্বর ১৪, ২০২৩-শহীদ বুদ্ধিজীবী দিবস।

ডিসেম্বর ১৬, ২০২৩-জাতীয় বিজয় দিবস।

ডিসেম্বর ১৮, ২০২৩-জাতিসংঘ আরবি ভাষা দিবস, আন্তর্জাতিক অভিবাসী দিবস। 

ডিসেম্বর ১৯, ২০২৩-বাংলা ব্লগ দিবস।

ডিসেম্বর ২১, ২০২৩-ব্লু ক্রিস্টমাস ( সবচেয়ে বড় রাত), বিশ্ব শাড়ি দিবস।

ডিসেম্বর ২৫, ২০২৩-বড়দিন বা যিশু খ্রিস্টের জন্মদিন।

ডিসেম্বর ২৭, ২০২৩-বিশ্ব মহামারি প্রস্তুতি দিবস।

ডিসেম্বর ৩১, ২০২৩-নতুন বছর প্রাক্কাল।

এ সম্পর্কিত আরও খবর