বিশ্বের সবচেয়ে বড় বন্দী কুমিরের মৃত্যু

, ফিচার

ফিচার ডেস্ক, বার্তা২৪.কম | 2024-11-02 17:12:43

১১০ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বড় বন্দী কুমির 'ক্যাসিয়াস'র অস্ট্রেলিয়ায় মৃত্যু হয়েছে। এর দৈর্ঘ্য ৫ দশমিক ৪৮ মিটার (১৮ ফুট), ওজন এক টনেরও বেশি।

শনিবার (২ নভেম্বর) স্কাই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

অভয়ারণ্যের ফেসবুকে দেওয়া এক পোস্ট অনুসারে জানা যায়, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের পর্যটন শহর কেয়ার্নসের কাছে গ্রিন আইল্যান্ডের একটি বন্যপ্রাণী অভয়ারণ্যে ৩৭ বছরেরও বেশি সময় ধরে বসবাস করছিল ক্যাসিয়াস।

মেরিনল্যান্ড মেলানেশিয়া ক্রোকোডাইল হ্যাবিট্যাট জানিয়েছে, গত ১৫ অক্টোবর থেকে কুমিরটির স্বাস্থ্যের অবনতি শুরু হয়। ক্যাসিয়াসের উৎপত্তি দেশটির উত্তরাঞ্চলে। এই অঞ্চলে কুমিরগুলো পর্যটন শিল্পের একটি মূল অংশ।

"ক্যাসিয়াসকে মিস করা হবে, তবে তার প্রতি আমাদের ভালবাসা এবং স্মৃতি চিরকাল হৃদয়ে থাকবে"- বলেও জানিয়েছে মেরিনল্যান্ড মেলানেশিয়া ক্রোকোডাইল হ্যাবিট্যাট। 

ক্যাসিয়াস লবণাক্ত পানির কুমির এবং বন্দিদশায় থাকা অবস্থায় বিশ্বের বৃহত্তম কুমির হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের খেতাব অর্জন করে।

এর আগে এই রেকর্ডের মালিক ছিলো ফিলিপাইনের কুমির 'লোলং'। এর দৈর্ঘ্য ছিলো ৬ দশমিক ১৭ মিটার (২০ ফুট ৩ ইঞ্চি)। ২০১৩ সালে কুমিরটির মৃত্যুর পর এ রেকর্ড নিজের করে নেয় ক্যাসিয়াস। 

এ সম্পর্কিত আরও খবর