পিনাট নামের একটি জনপ্রিয় কাঠবিড়ালকে জব্দ করেছে নিউইয়র্ক প্রশাসন। দীর্ঘদিন ধরে পোষা এই প্রাণীকে ফেরত পাওয়ার জন্য রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন মার্ক লোঙ্গো নামক এক ব্যক্তি।
মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা এপি এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পেনিসেলভানিয়া সীমান্তের কাছে মার্ক লোঙ্গো নামক এক ব্যক্তির বসাবাস। তার বাসায় একটি কাঠবিড়াল পোষা হতো। তিনি এই কাঠবিড়ালকে ‘পিনাট’ নাম দিয়েছেন।
একইসাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে পিনাটকে বেশ জনপ্রিয় করে তুলেছিলেন তিনি।
তবে একাধিক বেনামী অভিযোগের ভিত্তিতে পরিবেশ সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা লোঙ্গোর বাড়ি থেকে পিনাটকে নিয়ে যায়।
পরিবেশ সংরক্ষণ বিভাগের কর্মকর্তাদের আচরণের বিরুদ্ধে অভিযোগ তুলে লোঙ্গো বলেন, তারা আমার বাড়িতে এমন আচরণ করেছে যেন আমি একজন মাদক ব্যবসায়ী অথবা আমার কাছে কোনো আগ্নেয়াস্ত্র আছে।
পিনাটকে সরকারি কর্মকর্তারা নিয়ে যাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচান করেছেন। এসময় এক পোস্টে তিনি উল্লেখ করেন, যারা পরিবেশ সংরক্ষণ কর্মকর্তাদের কাছে অভিযোগ করেছো তাদের জন্য নরকের একটি বিশেষ জায়গা রয়েছে। কেননা, তারা লোঙ্গোর আশ্চার্যজনক প্রাণীদের একটিকে কেড়ে নিয়েছে।
তবে পরিবেশ সংরক্ষন বিভাগ (ডিইসি) থেকে এক বিবৃতির মাধ্যমে জানানো হয়, বন্যপ্রাণীর সম্ভাব্য অনিরাপদ আবাসন যা জলাতঙ্ক বহন করতে পারে এবং পোষা প্রাণী হিসাবে বন্যপ্রাণীদের অবৈধ পালন সম্পর্কে জনসাধারণের কাছ থেকে একাধিক অভিযোগ পাওয়ার পরে তারা এই পদক্ষেপ গ্রহণ করেছে।
এদিকে, পিনাট বেঁচে আছে কি না সে বিষয়ে লোঙ্গো সন্দিহান। অপরদিকে, এই বিষয়ে কোনো উত্তর দিতে পারেনি ডিইসি।
উল্লেখ্য, সাত বছর আগে লোঙ্গো পিনাটের মাকে একটি গাড়ির সাথে ধাক্কা খেতে দেখে। এরপর সে পিনাটকে নিজের সাথে করে নিয়ে আসে। প্রায় আটমাস পিনাটের যত্ন নেয়। কিন্তু বাহিরে ছেড়ে দেওয়ার সময় লক্ষ্য করেছে পিনাট তার লেজের অর্ধেক হারিয়ে ফেলেছে। বনের মধ্যে সে বেঁচে থাকার দক্ষতা হারিয়ে ফেলেছে বিধায় পিনাট নামের এই কাঠবিড়ালকে সে নিজের কাছে রেখে দিয়েছিল।