কালচারাল ট্যুরিজমকে বড় আকারে প্ল্যান করে উদযাপন করতে হবে

, ফিচার

মারিয়া রিমা, কন্ট্রিবিউটিং করেসপন্ডেন্ট | 2023-08-26 10:31:10

২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বাংলাদেশ পর্যটন শিল্পের অবস্থান, সমস্যা, সমাধান ও বিবিধ বিষয় নিয়ে ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ডিপার্টমেন্টের সাবেক অধ্যাপক ড. সৈয়দ রাশিদুল হাসান-এর ৩ পর্বের সাক্ষাৎকারের আজ প্রকাশিত হলো দ্বিতীয় পর্ব। বার্তাটোয়েন্টিফোর.কমের পক্ষে সাক্ষাৎকারটি নিয়েছেন কন্ট্রিবিউটিং করেসপন্ডেন্ট মারিয়া রিমা। প্রথম পর্ব পড়তে ক্লিক করুন এখানে

বার্তাটোয়েন্টিফোর: ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আমাদের লেকিংগুলো কী? এর প্রতিকার কিভাবে করা যায়?

ড. সৈয়দ রাশিদুল হাসান: লেকিংগুলো প্রথমে বলব, আমাদের মেন্টালিটি। ইন্ডাস্ট্রির এরা ট্যুরিজম ওরিয়েন্টেড না, হয়ে গেছে প্রফিট ওরিয়েন্টেড। যার ফলে আমরা যা খুশি করে ফেলতে পারছি, ইন দ্য নেইম অব ট্যুরিজম। আরো কিছু ল দিয়ে দিতে হবে। যে লগুলোর অভাবে বা ইমপ্লিমেনটেশনের অভাবে তারা ইচ্ছামতো সবকিছু করতে পারছে। কিছুদিন আগে, আমি শুনেছি, ফাইভ স্টার হোটেল ফোর স্টার হোটেলের ডেফিনেশান নেয়া হয়েছে। এখানে নাকি আছে এই ফাইভ স্টার হোটেল হতে গেলে তার যে টোটাল এমপ্লয়ম্যান্টের একটা সারটেইন পার্সেনটেইজ, মনে করেন ৪০% বা ৩০% বাংলাদেশ থেকে যারা ট্যুরিজমে পড়াশোনা করেছে তাদেরকে রাখতেই হবে। রাখলে পরে আমাদের ছেলেমেয়েরা চান্স পাচ্ছে। অথচ কী হচ্ছে, বিদেশিরা এসে সবসময় আমাদের মাথার ওপর দিয়ে লাঠি ঘোরাচ্ছে। আমাদের দেশে পর্যটক আসে মাত্র ১ লক্ষ ৫০হাজার/ ৪৫হাজার। আর আমরা বিদেশে যাই হায়েস্ট যেটা আমার কাছে নাম্বার আছে, ২০০৮/৯ সালের হবে, সেটা হচ্ছে, ২৩ লক্ষ লোক গেছে। আরেকটা যেটা গভঃমেন্ট বলতে পারে ট্যুর অপারেটরকে যে, উইদাউট গ্রুপ, তুমি সিঙ্গেল কোনো ট্যুর অপারেট করতে পারবে না। গ্রুপ ট্যুরে অবশ্যই একজন গাইড থাকতে হবে। গাইড থাকলে স্পটে পলিউশন হয় এগুলো থাকবে না।

বার্তাটোয়েন্টিফোর: পর্যটন শিল্পের উন্নতির জন্য আমরা কোন কোন দেশকে মডেল দেশ হিসেবে ফলো করতে পারি?

ড. সৈয়দ রাশিদুল হাসান: বাংলাদেশ যেরকম বৈচিত্রময় দেশ সেটার জন্য আমাদের কাছের দেশ যেটা ইন্ডিয়াকে আমরা ফলো করতে পারি। আমরা নেপালকে ফলো করতে পারি। আমরা মালদ্বীপকে ফলো করতে পারি। কিন্তু আমাদের জন্য থাইল্যান্ড মডেল হিসেবে অ্যাপ্রোপ্রিয়েট না। সিঙ্গাপুর অ্যাপ্রোপ্রিয়েট না। ভুটানও কিন্তু আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। ভুটান কিন্তু পর্যটককে ডিমোটিভেট করে। ওরা চায় না যে, পর্যটক এসে তাদের সৌন্দর্য নষ্ট করুক। এয়ারপোর্টে বিদেশিদের আড়াইশো ডলার ফি দিতে হয়। ওরা সাবকান্ট্রিদের জন্য আড়াইশো ডলার ওয়েভ করেছিল। কিন্তু ইন্ডিয়া আর বাংলাদেশ থেকে এত লোক যাচ্ছে, এত পলিউশান সৃষ্টি করেছে ওদের ওখানে, ওরা এখন পলিসি চেঞ্জ করেছে। আগামী বছর থেকে ফি তারা চার্জ করবে।

বার্তাটোয়েন্টিফোর: দেশের কোন কোন ট্যুরিজম ডেসটিনেশানগুলো পটেনশিয়াল মনে করেন? কোনগুলো ঢেলে সাজাতে পারি?

ড. সৈয়দ রাশিদুল হাসান: প্রথমে আমি বলব যেটা সেটা হচ্ছে পাহাড়পুর। পাহাড়পুর দিয়ে আমরা অনেক বৈদেশিক মুদ্রা উপার্জন করতে পারি। আমাদের পাহাড়পুর পড়ে আছে একবারে ব্যারেন ল্যান্ড হিসেবে। আপনি পাহাড়পুর যাবেন, দেখবেন, কী একটা স্তূপের মতো আছে, চারদিকে বিভিন্নরকম স্থাপত্য সেগুলো আছে, ওখানে গিয়ে কিছুক্ষণ ঘুরবেন। এক ঘণ্টা ঘুরার পর টায়ার্ড হয়ে যাবেন, তারপর বলবেন যে, আর কী দেখব? শেষ। কিন্তু, এই পাহাড়পুরটা কিন্তু একটা বিশ্ববিদ্যালয় ছিল। আমি আমার একটা এক্সপেরিয়েন্স বলি, আমি যখন পুনে গেলাম, ওখানে একটা ছোট বুদ্ধিস্ট মনোসট্রি দেখতে গেছিলাম। সেখানে আমাদের পাহাড়পুরের মতো ব্যারেন ভূমি না। ওখানে কিন্তু বুদ্ধিস্টরা আছে, ওখানে কিন্তু ক্লাস হচ্ছে। ওখানে মন্ত্র পড়া, রিচ্যুয়াল যা যা আছে তাদের সবকিছু হচ্ছে লাইভ। এবং আমাদের সামনে একদল ট্যুরিস্ট আসছে তাদেরকে দেখলাম ওখানকার লোক দিয়ে রিচ্যুয়ালগুলো করাল সব। করিয়ে সারাদিন ওখানে রাখল। আমাদের পাহাড়পুরে আগে যেসব কাজগুলো হতো এখন কেন আমরা ডামিভাবে এই কাজগুলো করতে পারি না। পাহাড়পুরের চারপাশে বুদ্ধিস্ট মঙ্ক যারা আছে তাদের বাসস্থান ছিল। আমরা যদি এখন এই রিচ্যুয়ালগুলো চালু করতে পারি তাহলে যারা বুদ্ধিস্ট আমাদের দেশে আসে তারা এগুলো করতে পারবে। এই একটা কাজ করলে দেখবেন যে, আমাদের দেশে কী পরিমাণ বুদ্ধিস্ট আসে। ময়নামতিকেও দেখেন আমরা এইভাবে ফেলে রেখেছি। আর কিছু ডেসটিনেশানকে অপরিকল্পিতভাবে গড়ে রাখছি। যেমন ধরেন, সেন্টমার্টিন। গভঃমেন্ট এখন গিয়ে বলতেছে ১২শ’র বেশি টুরিস্ট যেতে পারবে না। যেটা আমরা ৪/৫ বছর আগে সতর্ক করেছিলাম। আমরা ছোট একটা সার্ভে করে বলেছিলাম, সেন্টমার্টিনের যে অবস্থা, গড়ে ২ হাজারের বেশি টুরিস্ট যেতে দেয়া ঠিক হবে না। এই ৪/৫ বছর পর গভঃমেন্ট এটাকে ১২শ’ করেছে। আমরা সময় থাকতে যেটা বলি গভঃমেন্ট যদি স্টেপগুলো নিত তাহলে পর্যটনের এই অবস্থা হতো না। এখানে প্রসঙ্গক্রমে বলে রাখি, পর্যটনের অথরিটি যারা আছে মন্ত্রণালয় বলেন, BTB বলেন BPC বলেন তাদের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়, রিসার্চার যারা আছেন তাদের কোনো সমন্বয়, যোগাযোগ একদমই নাই। আমরা রিসার্চ করি তারপর এটা পাবলিকেশান হয়, তারপর এটা আলমারির মধ্যে ঢুকে পড়ে। এটার ইমপ্লিমেনটেশান কিভাবে হবে, যে দেখি উনি কী বলছেন, ভালো বলছেন, এরকম কোনো চিন্তা ভাবনা নাই তাদের।

আমাদের নতুন করে গড়ে উঠতে পারে সেটা হচ্ছে আমাদের সোনাদিয়া দ্বীপ। সোনাদিয়াকে এখন পর্যটনের একটা এরিয়া করা হচ্ছে। সোনাদিয়া দ্বীপ ১২/১৫ কিঃমিঃ হবে হয়তো। এইখানে যদি ফাইভ স্টার হোটেল বানান, পর্যটনের স্থাপনাগুলো করেন, তাহলে দ্বীপটা ধ্বংস হয়ে যাবে। আমরা বলব, আপনি সোনাদিয়াকে পর্যটন স্পট বানান ঠিক আছে। কিন্তু ওখানে ফাইভ স্টার হোটেল বানাবেন না। ওখানে যে বাড়িঘর আছে তেমন বাড়িঘর বানাতে হবে। এবং এখানে রেসট্রিকটেড এরিয়া হতে হবে যে কতজন ট্যুরিস্ট যাবে ইত্যাদি। আরেকটা হলো, নাফ নদীতে একটা দ্বীপ আছে। একদম গোল এরিয়া। আমি বহু আগে দেখেছিলাম। আমি বলেছিলাম, গভঃমেন্ট যদি কিছু না করতে পারে আমাকে লিজ দিয়ে দিক। দ্বীপের একপাশে মায়ানমার, একপাশে বাংলাদেশ। এত সুন্দর দ্বীপ! আমি যখন মায়ানমার যাই ২০১০ সালে তখন এই দ্বীপ দেখি। দ্বীপটাতে এখন কিছু হচ্ছে মনে হয়। কী হচ্ছে তা দ্বারা পরিবেশ ধ্বংস করবে না রক্ষা করবে সেটা মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানে।

বার্তাটোয়েন্টিফোর: ট্যুরিজমের সাথে হসপিটালিটি ওতপ্রোতভাবে জড়িত। হসপিটালিটিতে আমাদের কী কী ইমপ্রুভমেন্ট দরকার?

ড. সৈয়দ রাশিদুল হাসান: আমাদের ফাইভ স্টার হোটেলগুলোর পৃথিবীর বিভিন্ন দেশের তুলনায় টেরিফ এত বেশি, কেন এত বেশি হবে আমি কোনো রিজনই খুঁজে পাই না। একটা হতে পারে বিদেশিদের দিয়ে চালায়, এটা হতে পারে। যদি বাংলাদেশিদের দিয়ে চালাত এত বেশি হতো না। আমি পাতায়া গিয়ে ১২শ’ বাতে মানে ধরেন ২৪শ’ টাকায় ফাইভ স্টার হোটেল, ট্রু সেন্স ফাইভ স্টার হোটেলে ছিলাম। বাংলাদেশে ৩০ হাজার টাকা নেয়। এইরকম পাগলের মতো দাম নেয়ার কোনো প্রয়োজনই দেখি না।

বার্তাটোয়েন্টিফোর: আপনি কমিউনিটি ট্যুরিজম নিয়েও কাজ করেছেন। এ নিয়ে বিস্তারিত জানতে চাই।

ড. সৈয়দ রাশিদুল হাসান: কমিউনিটি ট্যুরিজমের ব্যাপক সম্ভাবনা আছে আমাদের এখানে। ধরেন, আমি যদি পাহাড়পুর নিয়েই বলি। পাহাড়পুর, মহাস্থানগড় এবং আশেপাশের আর যা আছে সব মিলিয়ে আমরা ২/৩ দিনের একটা প্যাকেজ ট্যুর করতে পারি। এখন টুরিস্টদের তো পাহাড়পুরে ২/৩ দিন রাখতে হবে। তখন ওখানে আশেপাশে যে কমিউনিটি আছে তাদেরকে এর সাথে ইনভল্ভ করেন। তাদের বাসার সাথে একটা আলাদা রুম করে দেন ট্যুরিস্টদের জন্য। সেটা গভঃমেন্ট থেকে হতে পারে, ওখানকার কমিউনিটি থেকে হতে পারে, স্পেশাল ব্যাংক লোন নিয়ে হতে পারে বা যেভাবেই হোক না কেন। যেমন আমি আমার বাসার সাথে একটা আলাদা রুম করে দিলাম টুরিস্টদের জন্য। ওখানে টুরিস্ট থাকবে। এবং আমাদের এখানে একদল গাইড তৈরি করে দিতে হবে। তাহলে কী হলো, গাইড প্রফেশানটা গড়ে উঠল। একমোডেশানের ব্যবস্থা হলো। এবং ট্যুরিস্ট যে বাড়িতে থাকল সেখানে তার খাবার ব্যবস্থা করে দিতে হবে। এরকম আর্টিফিশিয়ালি তৈরি করা হইছিল কিন্তু ওগুলা অফ হয়ে গেছে। আর্টিফিশিয়ালি তৈরি করলে তো হবে না। এরকম লোকাল লোক দিয়ে করাতে হবে। এইভাবে করলে সেটা টেকসই হবে। বান্দরবনে যেমন এখন লোকাল পিপলরা আছে। তারা খাবার ব্যবস্থা, থাকার ব্যবস্থা করছে। ট্যুরিস্টকে নিয়ে গিয়ে টাকা খরচ করার মতো ফেসিলিটিগুলো দিতে হবে।

বার্তাটোয়েন্টিফোর: আমাদের এথনিক বা নৃ-গোষ্ঠীদের উৎসব ট্যুরিজমের অন্তর্ভুক্ত করতে কী কী পদক্ষেপ নেয়া উচিত?

ড. সৈয়দ রাশিদুল হাসান: আমাদের এথনিক প্রায় ১৪/১৫টা গ্রুপ আছে। এদের মধ্যে ১২টা গ্রুপের লোক আছে শুধু বান্দরবানে। এজন্যই বান্দরবান এত এট্রাকটিভ হয়। একেকটা গ্রুপে ধরেন লোক আছে দুই হাজার। তাদের নিজস্ব কালচার আছে। নিজস্ব উৎসব আছে। এই এক অবাক কাণ্ড! এরা বড় একটা ট্যুরিস্ট প্রোডাক্ট হতে পারে। আমরা এতদিনেও কেন যে ‘এথনিক ফেস্টিবল ম্যাপ’ তৈরি করতে পারলাম না জানি না। ওরা আমাদের মতো এপ্রিল ১৩ তারিখে ‘বৈসবি’ উৎসব পালন করে। কিছুদিন পর আরেকটা গ্রুপ আরেকটা পালন করে। এরকমভাবে ওদের যতগুলো ফেস্টিবল হয় সব নিয়ে কেন আপনি একটা কালচারাল আইটিনির‍্যারি তৈরি করছেন না?

টাঙ্গুয়ার হাওরে আমি দেখেছি এরকম কিছু ট্রাইবাল গ্রুপ আছে। খাসিয়া আছে, সাঁওতাল আছে। আরেকটা আছে দলিত সম্প্রদায়ের লোক। এদের একটা ফেস্টিবল হয়। সেই ফেস্টিবলে ওরা করে কী, উঁচু জায়গায় পিলারের মতো করে সেখানে একজন লোকের পিঠে বড়শি গেঁথে তাকে ঘোরানো হয়। এসব সব নিয়ে একটা ‘ট্রাইবাল কালচারাল ফেস্টিবল আইটিনির‍্যারি’ তৈরি কেন করছি না? এগুলো আমি কেন করব? গভঃমেন্ট কি আমাকে টাকা দিয়েছে করার জন্য? গভঃমেন্ট টাকা দিক আমি করে দিব। আর নাহয় গভঃমেন্ট নিজে এটা করুক। এটা গভঃমেন্টের কাজ। এটা আমার কাজ না। অথবা বড় বড় ট্যুর অপারেটর যারা আছে তারা তাদের আইটিনির‍্যারিতে ভ্যারাইটি আনার জন্য তারা এটা করতে পারে।

বার্তাটোয়েন্টিফোর: আমাদের কালচারাল ট্যুরিজম আছে। এগুলোকে আমরা আন্তর্জাতিকভাবে উদযাপন করতে গেলে কী কী পদক্ষেপ নিতে পারি? যেমন, থাইল্যান্ডের বর্ষবরণ, স্পেনের ‘লা টমেটিনা’।

ড. সৈয়দ রাশিদুল হাসান: দেখেন, আমাদের স্টুপিডিটি, কিভাবে আমরা আমাদের পহেলা বৈশাখটাকে পালন করছি। থাইল্যান্ডে যে বর্ষবরণ ওইটাকে বলে সক্রান। এই সক্রান আগে ব্যাংকক বেইজ ছিল। পরে গভঃমেন্ট করে দিল এটাকে থাইল্যান্ডে যতগুলো প্রদেশ আছে প্রত্যেকটা প্রদেশে পালন করতে হবে। মানে এটাকে ডিসেন্ট্রালাইজ করে দিল। আর আমাদের দেশে দেখেন, চারুকলা থেকে টিএসসি পর্যন্ত যায়, ঘুরে আসে পয়লা বৈশাখ হয়ে গেল। হাজার হাজার লোক গিয়ে জমা হয়। কেন? গভঃমেন্ট এটা আরো বিভিন্ন জায়গায় করতে পারে না? এটা গুলশানে করতে পারে না? এটা নারায়ণগঞ্জে করতে পারে না? উত্তরায় করতে পারে না? এভাবে হলে এক জায়গায় চাপ কমত। একইভাবে বিভাগীয় শহরে বলে দিল তোমরা পালন করো। এটা কিন্তু বিদেশে অন্যরকম। আমাদের পয়েলা বৈশাখ আনফরচ্যুনেটলি কেন জানি একদিনেই শেষ।

থাইল্যান্ড বলেন, হংকং বলেন, মালয়েশিয়াতেও এবং চাইনিজ নববর্ষ যে ওরা পালন করে সব জায়গাতে সাতদিন আগে থেকে তারা সমস্ত জায়গায়, পুরো রাস্তায় দেখবেন আলো দিয়ে, ব্যানার দিয়ে ফেস্টুন দিয়ে সাজিয়ে রাখবে। সাতদিন আগে থেকে আপনাকে বলে দিচ্ছে যে, ওইদিন বর্ষবরণ। এবং ওই উপলক্ষে তারা বিভিন্ন অনুষ্ঠান পালন করে। আমাদের এখানে আমরা এইভাবে আয়োজন করলে বিদেশিদের আমরা দেখাতে পারি যে, আসো তোমরা আমাদের এই প্রোগ্রাম দেখতে আসো। আরেকটা ব্যাপার দেখেন, একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনকে আমরা আন্তর্জাতিক ভাষা আন্দোলন বানালাম। কিন্তু আন্তর্জাতিক কোনো ট্যুরিস্ট কি আমরা আনতে পেরেছি আমাদের এই ভাষা দিবস উদযাপনে? এই লক্ষ লক্ষ লোক লাইন দিয়ে দাঁড়াল তারপর ফুল দিয়ে চলে গেল। ভাষা দিবস শেষ। আমাদের এই ক্ষণস্থায়ী যে কালচারাল ট্যুরিজম আছে এগুলোকে আরো বড় আকারে প্ল্যান করে উদযাপন করতে হবে।

চলবে। তৃতীয় পর্বে সমাপ্য

এ সম্পর্কিত আরও খবর