নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন, মধ্যরাতে ১১ জনকে কারাদণ্ড

, রাশিফল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ,বার্তা২৪.কম, টাঙ্গাইল | 2023-08-31 13:40:49

টাঙ্গাইল সদর উপজেলায় ঘারিন্দা ইউনিয়নের এলেংজানী নদীতে অবৈধভাবে মাটি কাটায় মধ্যরাতে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ এপ্রিল) মধ্যেরাতে, র‌্যাবের সহযোগিতায়, টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়। এ সময় র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (খ) ধারায় মাটি কাটার মূল হোতা, উত্তর তাড়টিয়া এলাকার মো. উজ্জ্বল মিয়াকে ৩ মাস, রায়হানকে ৭ দিন ও বাকী ৯ জনকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দীর্ঘদিন ধরে রাতের অন্ধকারে আসামিরা অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিলো। এই মাটি কাটার ফলে নদীর উপর ব্রিজ এবং নদীর উভয় কূলের বাড়ি- ঘর ও বিস্তীর্ণ এলাকা নদী ভাঙ্গনের হুমকিতে ছিলো।

অভিযানের ফলে এলাকাবাসী উল্লাস প্রকাশ করে বলেন, তাদের ভয়ে মুখ খুলত না কেউ ।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল ইসলাম জানান, নদীতে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও খবর