ফেব্রুয়ারি মাসে ৪টি গ্রহ নিজেদের পরিবর্তন করবে। অন্যদিকে ২টি গ্রহ নিজের গতি পরিবর্তন করবে। ফলে ৬টি গ্রহের গমন পরিবর্তনে ছয় রাশির জনজীবনের উপর প্রভাব পড়বে। যেমন আগামী ৪ ফেব্রুয়ারি বুধ হবে মার্গি এবং মকর রাশিতে শনি উদয় হবে ৯ ফেব্রুয়ারি। আবার কুম্ভতে সূর্য গোচর করবে ১২ ফেব্রুয়ারি। এর ঠিক দু'দিন পর ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতি মকর রাশিতে উদিত হবে। আগামী ২২ ফেব্রুয়ারি রাশি পরিবর্তন করবে মঙ্গল। এই সময় বৃষ রাশিতে গোচর করবে গ্রহের রাজা। ফলে ছ'টি গ্রহের এই পরিবর্তনের কারণে ফেব্রুয়ারিতে ছ'টি রাশির জাতকদের শুভ সুযোগ প্রদান করবে।
মেষ/ এরিস (Aries) (মার্চ ২১ – এপ্রিল ২০): আপনার ক্ষমতা অনুযায়ী, চলতি মাসে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। অসম্পূর্ণ কাজগুলো শেষ করতে পারবেন। দাম্পত্য জীবন ভালো থাকবে। পারিবারিক পরিবেশও ভালো থাকবে। স্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অতীতের তুলনায় কর্মভাবে অধিক মন বসবে।
মিথুন/ জেমিনি (Gemini) (মে ২২ – জুন ২১): আপনার ভাগ্যোদয়ের বড় সম্ভবনা রয়েছে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ পাবেন। ব্যবসায়ে বাড়তি লাভের মুখ দেখবেন। পুরনো না হওয়া কাজে গতি পাবে। অংশীদারী ব্যবসায় লাভ হবে। সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা বিকশিত হবে। শত্রুদের থেকে মুক্তি পাবেন। দাম্পত্য ও প্রেমযোগ শুভ।
সিংহ/ লিও (Leo) (জুলাই ২৪ – আগস্ট ২৩): আপনার পরিধি অনুযায়ী সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আর্থিক সুবিধাও বৃদ্ধি হবে। আকস্মিক অর্থ লাভ হবে। কর্মক্ষেত্রে ইতিবাচক ফল দেখতে পাবেন। ব্যবসা অগ্রগতি পাবে। দাম্পত্য জীবনের সমস্যার সমাধান ঘটবে। শিক্ষার্থীর বাধা দূর হবে। পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিষয় ভালো ফলাফল লাভ করবেন। সন্তানের উন্নতিতে মন প্রসন্ন হবে।
কন্যা/ ভার্গ (Virgo) (আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩): চলতি মাসে কর্মক্ষেত্রে উৎসাহ বাড়বে। আগের থেকে কাজে মননিবেশ বাড়বে। সহকর্মীর সাথে শুভভাব বজায় থাকবে। চাকরিজীবীরা এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন। ব্যবসায় সম্ভাব্য লাভ বাড়বে। নানাদিকে থেমে থাকা অর্থপ্রাপ্তি ঘটবে। পারিবারিক সমস্যা শেষ হবে। দাম্পত্য শুভ। প্রেমে আরও আন্তরিক হবেন।
মকর/ ক্যাপ্রিকন (Capricorn) (ডিসেম্বর ২২– জানুয়ারি ২০): উন্নতি ক্রমবর্ধমান। ব্যবসায়ে আগের থেকে বেশি প্রসার ঘটবে। চাকরিস্থানে বাধা মুক্তি পাবে। আর্থিক যোগ শুভ। পরিবারের পরিবেশ ভালো থাকবে। ধর্মীয় কাজে মনযোগ বাড়বে। সামাজিক দান করবেন। শিক্ষার্থীদৈর কেরিয়ারে উন্নতির যোগ সৃষ্টি হচ্ছে। সরকারি প্রকল্প থেকে লাভ পাবেন। হবে। দাম্পত্য ও প্রেম সম্পর্ক মজবুত হবে।
কুম্ভ/ অ্যাকুইরিয়াস (Aquarious) (জানুয়ারি ২১– ফেব্রুয়ারি ১৯): অযাচিতভাবে চাকরিতে উন্নতির সুযোগ আসবে। আপনার কাজের প্রশংসা হবে। সহকর্মীদের সাথে দুরত্ব মিটবে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। ব্যবসা বিস্তার সম্ভব। আকস্মিক অর্থ লাভ করতে পারেন। শারীরিক শক্তি ফিরে পাবেন। দাম্পত্যে বড়কোনো সম্যসা থাকবে না। প্রেম একে অপরের প্রতি আরও আকর্ষণীয় হবেন।