সোমবার কেমন যাবে
মেষ / এরিস (মার্চ ২১ – এপ্রিল ২০) : দিনটা ব্যস্ততার মধ্যে কাটতে পারে। গুরুত্বপূর্ণ কাজে বিবাদ বাড়তে পারে। সহকর্মী অসংযত আচরণ মানসিক আঘাত পেতে পারেন। কেউ আপনাকে খারাপ দেখানোর চেষ্টা করতে পারে। পূর্ব অমীমাংসিত কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম পরিস্থিতি তৈরি হতে পারে।
বৃষ/ টরাস (এপ্রিল ২১ – মে ২১) : ধর্মীয় আরাধনার আগ্রহ বাড়বে। ব্যবসায় অসতর্কর কারণে সমস্যা দেখা দিতে পারে। সহকর্মীর কর্মকাণ্ডের ওপর নজর রাখুন। কাজকর্মে বাধা আসবে। সামাজিক সম্মানহানি হতে পারে।
চাকরিক্ষেত্রে বিবাদ বাড়তে পারে। কারো প্রভাবে সম্পূর্ণ সিদ্ধান্ত নেবেন না। শিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকবে।
মিথুন/ জেমিনি (মে ২২ – জুন ২১) : দিনটিতে কর্মক্ষেত্রে অন্যের কারণে সমস্যা বাড়তে পারে। ব্যবসায়িকক্ষেত্রে কর্মচারীর আচরণে ক্ষোভ বাড়তে পারেন। রাজনীতির ক্ষেত্রে জড়িত ব্যক্তিরা উচ্চপদের লালসা তৈরি হতে পারে। প্রতিযোগিতামুলক পরীক্ষায় সাফল্য পাবেন। মনের মানুষের দ্বারা কোনও ইচ্ছা পূরণ হবে। শিক্ষার্থীরা একাডেমিক পড়াশোনা সংক্রান্তক্ষেত্রে বাধা থেকে মুক্তি পাবেন।
কর্কট/ ক্যান্সার (জুন ২২ – জুলাই ২৩) :
জমি, বাড়ি, গাড়ি কেনার ইচ্ছা পূরণ হতে পারে।চাকরির ইন্টারভিউ ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের ইঙ্গিত রয়েছে। তবে দিনটিতে মূল্যবান কোন জিনিস হারিয়ে বা চুরি হতে পারে। কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা রয়েছে। উন্নতি ও লাভের সম্ভাবনাও থাকবে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের তাদের চিন্তাভাবনা ইতিবাচক রাখতে হবে। কর্মক্ষেত্রে অপ্রয়োজনীয় তর্ক-বিতর্ক বাড়তে পারে। মানসিক উত্তেজনা দেখা দিতে পারে।
সিংহ/ লিও (জুলাই ২৪ – আগস্ট ২৩) : দিনটিতে শুভ কোনো খবর পেতে পারেন। কর্মক্ষেত্রে ব্যস্ততাও বাড়বে। জুনিয়র সহকর্মীরা আপনার উপকারী প্রমাণিত হবে। চাকরিক্ষেত্রর পদোন্নতি বা মনমত পোস্টিং পেতে পারেন।ব্যবসায় জড়িত ব্যক্তিদের আকস্মিক লাভের সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের লক্ষণ দেখা দেবে। পুরনো কোনও বিবাদ থেকে মুক্তি পাবেন।
কন্যা / ভার্গ (আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩) : আজ বুদ্ধিবৃত্তিক কাজে নিয়োজিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তান কোনও আচরণে মনে কষ্ট পেতে পারেন। কর্মক্ষেত্রে ইতিবাচক সম্ভাবনা থাকবে। ব্যবসায়িক বিবাদ আর বাড়তে দেবেন না। অন্যথায় বিষয়টি পুলিশ ঝামেলায় পৌঁছতে পারে। বৃত্তশালীর প্রভাবে বড় সিদ্ধান্ত নেবেন না। রাজনৈতিক ক্ষেত্রে জড়িত ব্যক্তিরা উচ্চ পদ বা প্রতিপত্তি পেতে পারেন।
তুলা/ লিব্রা (সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩) : কর্মক্ষেত্রে নতুন ইতিবাচক সম্ভাবনা তৈরি হবে। অন্যের দ্বারা বিভ্রান্ত হয়ে পারেন। ব্যবসায়ে লাভের লক্ষণ বিদ্যমান। চাকরিক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে। সরকারিক্ষেত্রে ক্ষমতার সুফল পাবেন। সমাজে সম্মানহানি হতে পারেন। অংশীদার ব্যবসায় লাভবান হবেন।
বৃশ্চিক/ স্করপিও (অক্টোবর ২৪ – নভেম্বর ২২) : চাকরিতে নতুন সন্ধান আসতে চলেছে। কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা রয়েছে। তবে সহকর্মীর সাথে ঝামেলায় জড়িয়ে পরতে পারেন। অংশীদারী ব্যবসায় পার্টনারের সাথে সহমত নাও হতে পারেন। মালিকানা ব্যবসায়ে উত্থান-পতনের সম্মুখীন হতে হতে হবে। গোপন শত্রুরা ক্ষতি করতে পারে। চাকরিতে কাজের পাশাপাশি কিছু নতুন দায়িত্ব পেতে পারেন। পরিবারে কোনও শুভ ঘটনা ঘটতে পারে।
ধনু/স্যজিটেরিয়াস (নভেম্বর ২৩ – ডিসেম্বর ২১) : চাকরিতে পদোন্নতি ও পছন্দসই জায়গায় পদায়নের ইঙ্গিত পাওয়া যাবে। কর্মক্ষেত্রে আসা বিভিন্ন বাধা কমে যাবে। সম্প্রসারণ পরিকল্পনা করতে সক্ষম হবেন। এ ব্যাপারে ইতিবাচক সংকেত পাওয়া যাবে। গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের লক্ষণ দেখা দেবে। সম্মান বাড়বে।
মকর/ ক্যাপ্রিকন (ডিসেম্বর ২২ – জানুয়ারি ২০) : দিনটিতে কর্মক্ষেত্রে চলমান সমস্যা কমবে। সহকর্মীদের সাথে সহযোগিতা বৃদ্ধি পাবে। ব্যবসার ক্ষেত্রে আপনার দ্বারা নিযুক্তদের কাজের ক্ষমতা বাড়াতে হবে। কর্মে বাধা আসবে। প্রতিপক্ষ দলের কর্মকাণ্ডের ওপর নজর রাখুন। শত্রুরা গোপনে ক্ষতি করতে পারে। ক্রোধ নিয়ন্ত্রণ করুন।
কুম্ভ/ অ্যাকুইরিয়াস (জানুয়ারি ২১ – ফেব্রুয়ারি ১৯) : দিনটিতে ভালো খবর আসতে পারে। তবে কর্মজীবীদের সমস্যা বাড়তে পারে। অবাঞ্ছিত স্থানে স্থানান্তর ঘটতে পারে। ব্যবসায়ীদের নতুন পুঁজি বিনিয়োগ এড়াতে পারলে আপনার জন্য ভাল হবে। অন্যথায় এ বছরটা ক্ষতি হতে পারে। শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনায় মনোযোগ দিতে হবে।
মীন/ পিসেস (ফেব্রুয়ারি ২০ – মার্চ ২০) : রাজনৈতিক ক্ষেত্রে জড়িত ব্যক্তিরা কোনও লাভজনক পদ পেতে পারেন। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে। সহকর্মীদের সঙ্গে সমন্বয় বজায় রাখুন। ব্যবসায় অতিরিক্ত পরিশ্রম করে লাভবান হবেন। কোনও অমীমাংসিত কাজ ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় সম্পন্ন হতে পারে। অপ্রয়োজনীয় তর্ক ও রাগ বিপদে পড়কে পারেন। মনের মানুষের দ্বারা অপূর্ণ ইচ্ছা পূরণ হতে পারে।