বুধবার কেমন যাবে: সিংহতে দায়িত্ব বৃদ্ধি; কুম্ভতে কাজে বাধা

, রাশিফল

জ্যোতিষী রুবাই, হরস্কোপ ও বাস্তু স্পেশালিস্ট | 2024-12-04 14:03:26

মেষ / এরিস (মার্চ ২১ – এপ্রিল ২০) : শেখা অনুশীলন গুলো চালিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা বাড়িয়ে তুলুন। আর্থিক বিষয়গুলিতে আপনাকে আরও বেশি মনোযোগ হতে হবে। লক্ষ্য পেতে হলে আপনার আরও মনোনিবেশের প্রয়োজন। আজ আর্থিক বিষয়ে বিশেষ সক্রিয় নাও থাকতে পারেন। সহকর্মীদের সমর্থন পেতে পারেন। কর্মক্ষেত্রে পরিস্থিতি অনুকূলে থাকবে। অভিজ্ঞতার প্রভাব কাজের উপর পড়তে পারে।

বৃষ / টরাস (এপ্রিল ২১ – মে ২১) : সহকর্মীর সাথে ইতিবাচক মানসিকতায় পরিবর্তন আসতে পারে। গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আজ আপনার শান্ত থাকাই ভালো। পরিবারেরক্ষেত্রে উৎসাহ বোধ করতে পারেন। শিক্ষার্থীদের মনোনিবেশে ব্যঘাত ঘটতে পারে। আত্মবিশ্বাস থাকলেও আর্থিক ধারে জড়িয়ে পড়তে পারেন।

মিথুন/ জেমিনি (মে ২২ – জুন ২১) : ধর্মীয় ঐতিহ্য পালনের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বজায় থাকবে। কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে বিঘ্ন ঘটতে পারে। কোনো বিষয়ে নিজেকে অবহেলিত বোধ করতে পারেন। ব্যক্তিগত প্রচেষ্টায় সফল হওয়ার জন্য আপনার প্রচেষ্টা বৃদ্ধি করুন। নীতিগত নিয়মের কারণে চাপ অনুভব করতে পারেন। ব্যবসায় বিষয়ে আরও সিরিয়াস হতে হবে।

কর্কট/ ক্যান্সার (জুন ২২ – জুলাই ২৩) : দিনটির শুরুতে শক্তি এবং উৎসাহ বজায় থাকবে। প্রাথমিকস্তরে ভাল কাজের দক্ষতা থাকবে। চাতুরী মানসিকতায় বিরোধীরা ধ্বংস হতে পারে। ব্যক্তিত্ব ও আচরণ অন্যকে প্রভাবিত করতে পারেন। ব্যবসায়ে সাফল্য পাবেন।

সিংহ/ লিও (জুলাই ২৪ – আগস্ট ২৩) : দিনটির শুরুতে দায়িত্ববোধ বৃদ্ধি পাবে। পরিবারের প্রত্যাশা পূরণে চাপ থাকবে। প্রিয়জনের থেকে সুখবর পেতে পারেন। ব্যবসায়ে গুরুত্বপূর্ণ আলোচনাগুলির কার্যকারিতা বজায় থাকবে। আর্থিক ক্ষেত্রে আরও ভাল ফল পেতে সময় লাগবে।

কন্যা/ ভার্গ (আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩) : আজ আরও ভাল বোঝাপড়া এবং কৌশলগত অগ্রগতির ভিত্তিতে কর্মক্ষেত্রে বিরোধীদের পরাজিত করে সাফল্য পেতে পারেন। সৃজনশীল বোঝাপড়ার সঙ্গে বিভিন্ন বিষয়কে এগিয়ে নিয়ে যাবেন। তথ্যের প্রসার বৃদ্ধি পাবে। কাজের গতি বাড়বে।

তুলা/ লিব্রা (সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩) : ব্যবসায় প্রয়োজনীয় সিদ্ধান্তগুলি সহজেই নিতে সক্ষম হবেন। দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বজায় থাকবে। কাজের দক্ষতা ভালো ফল দেবে। অর্থনৈতিক ও বাণিজ্যিক সাফল্য বৃদ্ধি পাবে। পেশাগত ফলাফল অনুকূলে থাকবে।

বৃশ্চিক/ স্করপিও (অক্টোবর ২৪ – নভেম্বর ২২) : দিনটিতে কর্মক্ষেত্রে কোনও বড় সমস্যা দেখা দিতে পারে। নতুন ব্যবসা বাসনা জাগতে পারে। তবে কঠোর পরিশ্রম করতে হবে। পরিবারে কোনও সুখকর ঘটনা ঘটতে পারে। ফাটকা লাভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে বিবাদের আশঙ্কা রয়েছে। জীবিকায় কষ্টভোগও রয়েছে।

ধনু/স্যজিটেরিয়াস (নভেম্বর ২৩ – ডিসেম্বর ২১) : দিনটিতেসম্পূর্ণ শক্তি এবং আত্মবিশ্বাসের সাথে গুরুত্বপূর্ণ কাজগুলিকে ত্বরান্বিত করতে সক্ষম হবেন। আপনি সহজেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। উর্ধ্বতনদের উপর আপনার আস্থা থাকবে। ব্যবসায়িক নীতির অগ্রগতির দিকে মনোনিবেশ করতে পারেন। অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়ে কার্যকর কর্মক্ষমতা বজায় থাকবে।

মকর/ ক্যাপ্রিকন (ডিসেম্বর ২২ – জানুয়ারি ২০) : দিনটিতে ইতিবাচক যোগাযোগ এবং বুদ্ধিমান আচরণের মাধ্যমে মানুষের সাথে সঠিক সংযোগ বজায় রাখতে সক্ষম হবেন। নতুন কোনো চুক্তির বিষয়ে আগ্রহ বোধ করতে পারেন। আবেগগত দিকের সামঞ্জস্য আপনাকে উত্তেজিত রাখবে। এটি আপনাকে ব্যবসায় লক্ষ্য অর্জনে সহায়তা করবে।

কুম্ভ/ অ্যাকুইরিয়াস (জানুয়ারি ২১ – ফেব্রুয়ারি ১৯) : বৈষয়িক গুরুত্বপূর্ণ কাজে বাধা আসার সম্ভাবনা রয়েছে। চাকুরীক্ষেত্রে বাধা আসবে। ধৈর্যশীল ও নিরহঙ্কার থেকে কর্মক্ষেত্রে মুক্ত হতে পানে। স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলিকে অবহেলা করা এড়িয়ে চলুন। লক্ষ্য প্রভাবিত হতে পারে। সমঝোতার পরামর্শে আগ্রহী থাকবেন।

মীন/ পিসেস (ফেব্রুয়ারি ২০ – মার্চ ২০) : সহকর্মীর সরলতার উপর আস্থা রাখুন। দিনটিতে গুরুত্বপূর্ণ কাজগুলি বাস্তবসম্মতভাবে সমাধান করার চেষ্টা করতে পারেন। আপনার সচেতনতা সহকর্মীকে প্রভাবিত করবে। ব্যবসায়িক বিষয়ে আস্থা বাড়বে। জমি সংক্রান্ত বিষয়গুলিতে মনোনিবেশ বাধা কাটতে পারে।

এ সম্পর্কিত আরও খবর