কথায় বলে, নামে কি এসে যায়। আবার নাম-ই সব। নামই একজনের প্রথম পরিচয়। ২০২৫ সালে পা রেখেছেন। এখন একটাই প্রশ্ন কেমন যাবে নতুন বছর? জানেন কি নামত্বত্ত অর্থাৎ নামের প্রথম অক্ষর অনেকটাই জানান দেয় আপনার সম্বন্ধে। আপনার নামের ইংরাজি বানানের প্রথম অক্ষর থেকে আপনার সম্বন্ধে অনেক কিছু বলে দেওয়া সম্ভব। তবে মনে রাখতে হবে, এটা তখনই বলা সম্ভব জন্মের সময় যেই নাম রাখা হয়েছিল। তারই প্রথম অক্ষর।পরে নাম পরিবর্তন করে অন্য কিছু রাখা হলে এই ফল মিলবে না। এক নজরে দেখে নিন, ইংরাজী নামের প্রথম অক্ষর অনুযায়ী বছরটা কেমন যাবে?
ইংরেজি বর্ণমালার 'A' অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয়েছে, তাদের জন্য বছরটা দুর্দান্ত হতে চলেছে। আপনি আসলে আপনার মনের মালিক। আপনি অন্য দ্বার খুব একটা প্রভাবিত হন না। আপনার ব্যক্তিত্বে বিশেষ দৃঢ়তা রয়েছে। তাই হাজার ভীড়েও আপনার ব্যক্তিত্বকে আলাদা ভাবে চেনা যায়। আপনি অন্যের প্রভাবে নিজেকে নত করেন না। আদর্শর বিচ্যুতি ঘটে না। আপনি যেই বিশ্বাস, মতাদর্শ, আদর্শে আদর্শিত, তা পাল্টায় না। তা বলে আপনি একগুঁয়ে মোটেই নন। আপনি সাহসী, সেই সঙ্গে আপনি অনেক নমনীয়। তাই খুব সহজে অপরের যুক্তিবাদী মতামতকে খুব সহজে গ্রহণ করেন। একইভাবে আপনার বাচনভঙ্গী অন্যকে সহজে আকর্ষিত করে। আপনি সর্বদাই বিপরীত লিঙ্গের কাছে আকর্ষনীয় ব্যাক্তিত্ব। আপনি উচ্চাকাঙ্খী এবং মুক্ত চিন্তাধারী। নতুন বছরে কর্মস্থানে পরিবর্তন আসবে। আপনার কর্মজীবন প্রসারিত হবে। ২৪ সালের পরিশ্রমের ফল আপনি এ বছরটায় পাবেন।
ইংরেজি বর্ণমালা 'B' অক্ষরযুক্ত ব্যক্তিদের জন্য দুর্দান্ত প্রমাণিত হবে। বছরটায় বেশকিছু নতুন কিছু সিদ্ধান্ত নিতে পারেন। এবং তা ফলপ্রসূ হবে। সাফল্য আসবে। অর্থ রোজগার ভালোই হবে। কাজে উন্নতি আসবে। আপনার প্রেমযোগ খুব শক্তিশালী না হলেও বিপরীত লিঙ্গের কাছে আপনি একজন আকর্ষিত ব্যক্তি। আপনি একজন রসিক এবং প্রেমিক মানুষ। মনের মানুষের প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ রয়েছে। দায়িত্ব নিতে জানেন। পরিবারকে আগলে রাখেন। তবে আপনি চঞ্চলচিত্ত প্রকৃতির মানুষ। বছরটায় কাজে বাধা পেলেও সাফল্য আটকাবে না। বছরের প্রথমার্ধ আপনার কাজের পরিবেশ অনুকূল থাকবে। মাঝে কিছুটা বাধার সম্মুখীন হবেন। তবে সেপ্টেম্বর থেকে উন্নতির সম্ভাবনা থাকবে। মোটের উপর অর্থ, পরিবার এবং প্রেমযোগ সহায় থাকায় বছরটা ভালো কাটবে।
ইংরেজি বর্ণমালা 'C' অক্ষরযুক্ত ব্যক্তিরা কোমল হৃদয়ের হয়ে থাকেন। আপনি একজন হৃদয়বান মানুষ। কিন্তু আপনার শারীরিক বৈশিষ্ট্য কারণে তা প্রকাশ পায় না। এ বিষয়ে আপনি নিজেকে গুটিয়ে রাখেন। আর এ কারণেই মাঝেমধ্যে অন্যের কাছে অপ্রয়ি হয়ে ওঠেন। আমি কর্মক্ষেত্রে দক্ষ হলেও মানসিকভাবে প্রফেসনাল নন। ফলে অপরে অপ্রিয় বাক্য আপনাকে মানসিক যন্ত্রনা দিয়ে থাকে। তবে আপনি রসিক মনের মানুষ। আপনার ভিতর রসবোধ আছে। আপনি আনন্দ করতে ভালবাসেন। আপনি ভনিতা না করে খুব সহজে অপরের কাছে নিজের বক্তব্য তুলে ধরতে পারেন। আপনার মধ্যে নেতৃত্ব দেওয়ার একটা প্রবণতা থাকে। আপনি সব ব্যাপারে সবার কাছে খোলামেলা আলাপ আলোচনা করতে ভালোবাসেন। যে কারণেই আপনি বিপরীত লিঙ্গের কাছে আকর্ষিত। আপনি একজন মিশুকে। নতুন বছরটায় কিছু বাধা থাকলেও আয় রোজগার ভালোই হবে। বন্ধু যোগও শুভ। তবে বছরটায় সংসারিক অশান্তি বাড়বে। প্রেমযোগও শুভ নয়। প্রেমে হতাশ হতে পারেন।
ইংরেজি বর্ণমালা 'D' অক্ষরযুক্ত ব্যক্তিরা পরিকল্পনামাফিক এগাতে থাকে। আবেগ বসত আপনি কোনো কাজ করেন না। আবেগকে খুব একটা মূল্য দেন না। যেকোনো বিষয়ে খুব গভীর থেকে নিজেকে গড়ে তোলেন। এক কথায় আপনি অত্যন্ত প্র্যাক্টিক্যাল মাইন্ডেড এবং বেশ বাস্তববাদি। সহজে কিছু করেন না। যা কিছু করেন তা আগে থেকে খুব ভাল করে হোমওয়ার্ক করে তবেই কাজে নামেন। তাই আপনার কাজগুলি খুব সুচারূ এবং সুষ্ঠভাবে সম্পন্ন হয়ে থাকে। মনের দিক থেকে আপনি দৃঢ়চেতা, শৃঙ্খলাপরায়ণ এবং লক্ষ্য ঠিক করে, তবেই আপনি এগোন। আপনি স্থির মনের মানুষ। যে কারণে আপনার দৃঢ়তাকে অন্যরা ভুল বুঝে থাকে। অনেকই আপনাকে একগুয়ে ভেবে থাকে। নতুন বছরে অর্থপাতি ভালোই আয় হবে। তবে কোনও না কোনো ভাবে ব্যয়ও হবে। তবে সঞ্চয়ও হবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। পরিবারের প্রতিও আপনি যথেষ্ট দায়িত্ববান।
ইংরেজি বর্ণমালা 'E' অক্ষরযুক্ত ব্যক্তিরা স্বাধীনচেতা হয়ে থাকেন। কোনও একঘেঁয়েমিকে ভালবাসেন না। বেশি মাত্রায় ইন্দ্রিয়পরায়ণ আর সব ব্যপারেই আপনি সকলের থেকে বেশি আগ্রহী। আপনি প্রেমিক মনের মানুষ। বারেবারে প্রেমে পড়তে ভালবাসেন। আপনাকে গন্ডির মধ্যে আবদ্ধ রাখা সম্ভব নয়। আপনি অতি মাত্রায় বাইরের জীবনে বিশ্বাসী। তবে আপনাকে ঘিরেই সকলে থাকেন। আপনি পারদর্শী এবং অনেক বিষয়ে চৌখস। তাই আপনাকে ঠকানো বেশ কঠিন। একটা ঘটনা ঘটলে, আপনি তাকে নানা দৃষ্টিকোণ থেকে দেখে তার চুলচেরা বিশ্লেষণ করে থাকেন। তবে এই বছরটায় আপনাকে আরও যত্নবান হতে হবে। অনেক বিষয়ে সাবধান থাকতে হবে। গোপন শত্রুর ফাঁদে পা দিয়ে ফেলতে পারেন। মোটামুটি অর্থ ভাগ্য শুভ। পারিবারিক সুখ বজায় থাকবে। আপনি কল্পনাপ্রবণ। সকলের ভালবাসা পাবেন না।
ইংরেজি বর্ণমালা 'F' অক্ষরযুক্ত ব্যক্তিরা স্নেহপ্রবণ হয়ে থাকেন। আপনার প্রকৃতি একজন উষ্ণ হৃদয়ের মানুষ। আপনি মানুষকে আন্তরিকভাবে ভালবাসতে জানেন। মানুষও আপনাকে ভালবাসে। আপনার স্বভাবই হচ্ছে আপরের প্রতি যত্নশীল হওয়া। অন্যের ব্যাপারে খোঁজখবর রাখা। আপনি আপনার কাছের মানুষগুলির প্রতি কর্তব্য এবং দায়িত্ববান। আপনি তাদের সুখ-দুঃখের অংশীদার হতে চান, তাদের ব্যাপারে মাথা ঘামাতে চান। কিন্তু সাবধান, সবাই আপনার মতো নয়। অনেকেই এই মাথা ঘামানোকে অনেক সময় ভাল চোখে দেখে না। আপনাকে আড়ালে সন্দেহ করে থাকে। আপনারা বড় সমস্যা আপনি বুঝতে পারেন না কখন থামতে হবে। আপনি উদার মনের মানুষ তাই আপনাকে ঠকানোও খুব একটা কঠিন নয়। বছরটা মোটের উপর ভালো গেলেও ঠকে যেতে পারেন। তাই করার পর চিন্তা করবেন না। চিন্তা করেই পা ফেলুন।
রাশিফল অনুসারে, 'K' নামক ব্যক্তিদের এই বছরটি দুর্দান্ত ফল দেবে। এই বছর আপনার কর্মফলের পাশাপাশি আপনার ভাগ্যযোগে আমুল পরিবর্তন ঘটবে। আপনার কর্মজীবন উন্নতির শিখরে পৌঁছতে সক্ষম হবে। জানুয়ারি মাস আপনার ক্ষেত্রে অতি অনুকূলে থাকবে। এমনকি বছরের শুরুতেই আপনার পদোন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে। ফেব্রুয়ারি মাসে আপনার কর্মক্ষেত্রে বড় পরিবর্তন দেখতে পাবেন। আপনি কর্মক্ষেত্রে একটি ভাল জায়গা তৈরি করবেন এবং বছরের শেষভাগ আপনার অনুকূলে থাকবে। জুন-জুলাই মাসে আপনি আপনার কর্মজীবনে সুবর্ণ সাফল্য পাবেন। মোটের উপর এ বছরে ভাগ্যের আমুল পরিবর্তন ঘটতে চলেছে। বছরটায় অর্ধভাগ্য দারুণ ভাল। তবে আপনার সম্মানহানি হওয়ার যোগ রয়েছে।
ইংরেজি বর্ণমালা 'S' অক্ষরযুক্ত ব্যক্তিরা খুব আবেগী মনের হয়ে থাকে। আপনি নির্দিষ্ট গন্ডির মধ্যে উদার। অচেনারা আপনাকে চট করে বোকা বানাতে পারবে না। আপনি এক সরল রেখায় চলতে পছন্দ করেন। পরিবারের প্রতি আপনি যত্নবান। আপনি মিশুকে এবং মজা তামাশা করতে ভালোবাবেন। আপনার দৈবিকগুন অপিরসীম। আপনার সংস্পর্শে থাকা ব্যাক্তিরা জীবনে উন্নত হয়ে থাকে। আপনার শৈল্পিক দক্ষতা আছে। আপনি চাইলে সেই দক্ষতা সমাজে প্রকাশ করতে পারেন। কিন্তু এবিষয়ে আপনি অলস প্রকৃতির মানুষ। আপনি পরিশ্রমী এবং কর্মক্ষেত্রে একরোখা। যা ভাবেন তা করেন থাকেন। অনেকক্ষেত্রেই প্রিয়জন দ্বারা মনকষ্ট পেয়ে থাকেন। আপনি লাক্সারী পছন্দ করেন। আর্থিক স্বচ্ছলতাও আকাশ ছোঁবে। কিন্তু এ বছর অর্থ সঞ্চয় খুব একটা হবে না। কোনও না কোনোভাবে আপনার সঞ্চিত অর্থ অনর্গল ব্যয় হতে থাকবে। তার অন্যতম কারণ হবে আপনার অহেতুক অপব্যয়। কোনো ভাবেই লোভ সম্বোরণ করতে পারবেন না। কর্ম এবং আর্থিক ভাগ্য সচল থাকলেও কারো মন সেভাবে পাবেন না। তবে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য দুর্দান্ত হওয়ার কারণে প্রকাশ্যে আপনাকে কেউ কিছু বলতে পারবে না।
ইংরেজি বর্ণমালা 'T' অক্ষরযুক্ত ব্যক্তিরা শান্তিপ্রিয় মানুষ হয়ে থাকেন। ঝামেলা এড়িয়ে চলতে ভালোবাসে। নিজের মতো থাকতে পছন্দ করেন। সকলের মধ্যে থাকলেও নিজেকে মানসিক গন্ডির মধ্যে আবদ্ধ রাখেন। আপনারা সৎ। কোনো রিক্স নিতে চান না। এইগুন যেমন ভালো তেমন এই কারনে অনেক কিছু আপনার হাতছাড়া হয়ে যায়। আপনি পরিপাটি থাকতে ভালোবাসেন। নিজের মনেই নানা কারণে দ্বন্দ চালান। সমাজ বদলানোর বাসনা আপনার মধ্যে প্রবল। কিন্তু নেতৃত্ব দিতে চান না। সমাজে কিছু খারাপ হলে নিজের মধ্যে আস্ফালন করতে থাকেন। যাই হোক বছরটা আপনাকে মিশ্র ফল দেবে। তাই বছরটা আপনার জন্য তেমন ভাল নাও যেতে পারে। আবার খারাপও যাবে না। একপ্রকার মোটামুটি যাবে। যেমন চলছে তেমনি চলবে।
ইংরেজি বর্ণমালা 'U' অক্ষরযুক্ত ব্যক্তিরা অতি আবেগী এবং গুছানো হয়ে থাকে। আপনি সৌখিন কিন্তু খুব বিলাসিতা পছন্দ করেন না। নিজেকে নিয়ে ভাবেন। আপনি মিতব্যয়ী। ফলে অনেকেই আপনাকে কৃপন ভেবে থাকে। নিজের প্রতি খুব একটা যত্নবান না হলেও নিজের কর্মস্থান বা পরিবার -সবক্ষেত্রেই এলামেলো ভাব পছন্দ করেন না। আপনি রেগে গেলে অনেক কিছু বলে ফেলতে পারেন আবার অনেকক্ষেত্রে নিজের মধ্যেই রাগ পুষে রেখে মনকষ্ট পেয়ে থাকেন। আপনি ধার্মিক মনের মানুষ। প্রথমজীবন আপনাদের খুব একটা সুখের হবে না। কষ্ট করেই এগাতে হবে। মাঝ বয়স থেকে সুখের খোজ পেলেও ফাইট করে টিকিয়ে রাখতে হবে। তবে আর্থিক ভাবে স্বচ্ছ্যল। অপরের প্রতি নির্ভরশীল নন। আপনারা কাজ করতে ভালোবাসেন। ইচ্ছা থাকলেও পারিপাশ্বির্ক চাপে সাবলম্বী হতে পারেন না। বছরের শুরুটা একটু খারাপ কাটবে। তারপর বেশ ভাল কাটবে। খ্যাতি ও অর্থ দুই-ই আসবে জীবনে। বছরের শেষ ভাগে অসুখে ভুগতে পারেন। সবসময় ভবিষ্যত চিন্তা আপনাকে গ্রাস করে থাকে। তবে আপনারা চট করে মানুষের ভালবাসা পেয়ে থাকেন।