রাশি অনুযায়ী জেনে নিন আপনার কোনও রঙ শুভ
জ্যোতিষ মতে, প্রতিটি রাশির বিশেষ শুভ একটি রঙ রয়েছে। সেই রঙের পোশাক যদি জাতক বা জাতিকারা পরেন বা ব্যবহার করেন, তা হলে ভাগ্য খুলবেই। অনেকক্ষেত্রে ওই রঙের পোশাক পরা সম্ভব হয়ে ওঠে না। সেক্ষেত্রে ওই রঙের কাপড়, ধাতু অথবা রত্ন ব্যবহার করতে পারেন। জেনে নিন আপনার রাশি অনুযায়ী কোনও রঙ শুভ।
মেষ / এরিস (মার্চ ২১ – এপ্রিল ২০) : মেষ রাশির অধিপতি হল মঙ্গল। এই রাশির জাতক জাতিকাদের শুভ রঙ হলো লাল বা লালচে বা গোলাপ। তাই মেষ রাশির জাতকরা এই রঙের পোশাক পরলে শুভ ফল পাবেন। নতুন বছরের শুরুটা যদি গোলাপী রঙের ওপর বিশেষ গুরুত্ব দেন তাহলে উন্নতি অনিবার্য।
বৃষ/ টরাস (এপ্রিল ২১ – মে ২১) : বৃষ রাশির জাতকের শুভ রঙ হলো গাঢ় সবুজ বা হাল্কা নীল। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে এই রঙের প্রভাব অনেকখানি। এই ধরনের রঙ ব্যবহারে আপনারা বাজিমাৎ করবেন। মনে রাখবেন নীল ও সবুজ রং আপনার উন্নতি কারক। তবে এই রঙের সাথে মাঝে মধ্যে গোলাপী রঙের ছোয়া পেলে বিশেষ উন্নতি হবেই।
মিথুন/ জেমিনি (মে ২২ – জুন ২১) : মিথুন রাশির জাতক জাতিকার জন্য শুভ রঙ হল সবুজ এবং হলুদ। এই দুই রঙের পোশাক পরলে মিথুন রাশির জাতকদের ভাগ্য বদলাবে। আপনার জীবনের সবুজ রঙের গুরুত্ব অনেকখানি। সাফল্য আনবেই। শুভ বা বিশেষ কাজে এই রঙের পোশাক ব্যবহার করতে পারেন।
কর্কট / ক্যান্সার (জুন ২২ – জুলাই ২৩) : কর্কট রাশির শুভ রং হল সাদা। আপনার জীবনের খাতায় সাদা রঙের গুরুত্ব অপরিসীম। পোশাক বা যেকোনো উপায়ে সাদার সান্নিধ্যে কপাল খুলবেই। তবে অনেকক্ষেত্রে আকাশি রঙও শুভ। তবে সাদার ওপর বেশি জোর দেওয়া ভাল ফল আনবে।
সিংহ / লিও (জুলাই ২৪ – আগস্ট ২৩) : সিংহ রাশির জাতক জাতিকাদের শুভ রং হল গাঢ় লাল, সোনালি এবং কমলা। শুভ কাজে এই রঙের পোশাক বা কাপড়ের টুকরো রাখলে ভাগ্যোদয় হবেই। তবে লাল রঙও অনেকক্ষেত্রে আপনার জন্য অত্যন্ত শুভ। শুভ কাজে লাল সাথে রাখুন। বিপদ নাশ হবে।
কন্যা / ভার্গ (আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩) : কন্যা রাশির জন্য শুভ রঙ হল গাঢ় বাদামি বা বাদামি, হালকা সবুজ। এই রঙ কন্যা রাশির জাতকদের জন্য শুভ। এই রঙের পোশাক পরলে ভাগ্য চমকাবেই। বুধবার সবুজ অবশ্যই সঙ্গে রাখবেন। কিন্তু অন্যান্য দিনগুলোর জন্য নীল, হলুদ বেগুনী ইত্যাদি রং শুভ।
তুলা/ লিব্রা (সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩) : তুলা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ রং হল সাদা, গোলাপি এবং ঘিয়ে রঙ। এই রঙ আপনার ভাগ্যোদয় ঘটাবে। এই রঙ ব্যবহারে শুভ ফল পাবেন। কর্মক্ষেত্রের বিশেষ দিনে এই রঙগুলো আপনার গুরুত্ব আরও বাড়িয়ে দেবে।
বৃশ্চিক/ স্করপিও (অক্টোবর ২৪ – নভেম্বর ২২) : বৃশ্চিক রাশির জন্য শুভ রং হল লাল, মেরুন, কালো বা কালচে ধূসর। এই রঙের পোশাক পরলে ভাগ্যোদয় হবে। তবে শুভ কাজে যাওয়ার আগে লাল রঙ আপনার ক্ষেত্রে পারফেক্ট। প্রয়োজনের সাথে রাখুন লাল রঙ।
ধনু / স্যাজিটেরিয়াস (নভেম্বর ২৩ – ডিসেম্বর ২১) : ধনু রাশির জাতকদের জন্য শুভ রঙ হল গাঢ় নীল এবং বেগুনি। এই রঙের পোশাক পরলে ধনু রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলবে। অনেক ক্ষেত্রে হলুদ রঙও সাফল্য এনে থাকে।
মকর/ ক্যাপ্রিকন (ডিসেম্বর ২২ – জানুয়ারি ২০) : কালো রঙ আপনার জন্য ভাল। বিশেষ করে শনিবার। তবে বাকি দিনগুলোয় অন্যান্য রঙ ব্যবহার করা যেতে পারে। মকর রাশির জাতকদের জন্য শুভ রং হল কালো, গাঢ় বাদামি। এছাড়া ধূসর রঙের পোশাক পরলে লাভের মুখ দেখবেন।
কুম্ভ / অ্যাকুইরিয়াস (জানুয়ারি ২১ – ফেব্রুয়ারি ১৯) : কুম্ভ রাশির জন্য শুভ রঙ হল হাল্কা নীল, আকাশি নীল। এই রঙের পোশাক পরলেই শুভ প্রভাব পড়বে। নীল,কালো বা বেগুনী রঙ অত্যন্ত শুভ ফল প্রদান করবে। বৃহস্পতিবার সবুজ রঙ আপনাকে শুভ সংকেত দেবে।
মীন/ পিসেস (ফেব্রুয়ারি ২০ – মার্চ ২০) : আপনি সব রঙের অধিপতি। যেকোন রঙ আপনার জন্য শুভ। তবে বিশেষ লাভ দেবে বেগুনি বা পারপেল। এই রঙের পোশাক পরলে ভাগ্যের চাকা ঘুরবেই। বেগুনি, হালকা সবুজ শুভ হলেও বৃহস্পতিবার হলুদ রঙ অত্যন্ত শুভ। নতুন দিক উন্মোচন ঘটাবে।