পর্তুগালের বাণিজ্যিক নগরী পোর্তোতে অনুষ্ঠিত হয়েছে আন্ত:কালচারাল উৎসব। পর্তুগালের অভিবাসীদের অ্যাসোসিয়েশন স্পার্সো-টি'র আয়োজনে বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোও ছিল আয়োজনের সহযোগী।
উদ্বোধনীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্পার্সো-টি'র সভাপতি জর্জ অলিভেইরা, বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সভাপতি শাহ আলম কাজলসহ বিভিন্ন অভিবাসী দেশের দেশের নেতৃবৃন্দ। পোর্তোর বাতায়লা'তে দিনব্যাপী উৎসবটি উদযাপিত হয়।
অনুষ্ঠানে পোর্তোতে বসবাসরত বিভিন্ন দেশের অভিবাসীদের অংশগ্রহণে শিল্পীরা তাদের নিজেদের দেশের সংস্কৃতি তুলে ধরেন। পর্তুগাল প্রবাসী বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার শারমিন মৌ উৎসবে বাংলাদেশি পোশাকে ফ্যাশন শো পরিচালনা করেন। বাংলাদেশ ছাড়াও ফ্যাশন শোতে মডেল হিসেবে অংশ নেয় পর্তুগিজ ও ইউরোপিয়ান বিভিন্ন দেশের নাগরিকরা।
বাংলাদেশি ঐতিহ্যবাহী পোশাকে ফ্যাশন শো ছাড়াও উৎসবে বাংলা গানের সাথে নৃত্যে অংশ নেয় বাংলাদেশি ক্ষুদে শিল্পী আহনাফ খান ও নেপালের ক্ষুদে শিল্পী দিশানা।
ইউরোপীয় ইউনিয়ন, রিপাবলিক পর্তুগিজ ও পোর্তো সিটি করপোরেশন অনুষ্ঠানের আয়োজন সহযোগী হিসেবে ছিল।