চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানের তাইকং হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা প্রদানকারী স্বাস্থ্য কর্মীদের বিনামূল্যে চুল কেটে দেয় ৪ জন স্থানীয় নাপিত ।
বুধবার (৪ মার্চ) সকালে এই চার নাপিত হাসপাতালে এসে ১০০ জনের বেশি স্বাস্থ্য কর্মীর মাথার বেড়ে যাওয়া চুল কেটে দিয়ে যায় । দীর্ঘদিন ধরে নিরবিচ্ছিন্ন ভাবে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা করতে গিয়ে নিজের চুলের যত্ন নিতে পারেন নাই এখানকার স্বাস্থ্য কর্মীরা।
করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে থাকা এসব মানুষের চুল নিজ আগ্রহে বিনামূল্যে কেটে দেওয়ায় চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ৪ পেশাদার নাপিত ব্যাপক প্রশংসা পেয়েছেন।
উল্লেখ্য, গত ডিসেম্বরে এই উহান শহর থেকেই করোনাভাইরাসটি প্রথম ছড়িয়েছে। চলমান এই ভাইরাসে ইতিমধ্যেই দুই মাসে ৩ হাজার মানুষের প্রাণহানি হয়েছে এবং আক্রান্ত হয়েছে ৯০ হাজারেরও বেশি । যার সিংহভাগই এই শহরের বাসিন্দা।