প্রাণঘাতী করোনাভাইরাসের দুটি প্রধান ধরন আবিষ্কার করেছেন চীনের বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা মনে করছেন ভাইরাসের ধরন আবিষ্কার করার ফলে আক্রান্তদের চিকিৎসা ও প্রতিষেধক তৈরিতে সহায়তা হবে।
কিন্তু পাশাপাশি বিজ্ঞানীদের গবেষণায় এটাও উঠে এসেছে যে করোনাভাইরাসের এক ভয়ংকর রূপ। গবেষণায় বিজ্ঞানীরা আবিষ্কার করেন যে, শুরুতে এই ভাইরাসটি সোরাটাইপ সি দিয়ে ছড়ালেও ধরন পাল্টে জানুয়ারির পর সেটা সোরাটাইপ এল এ রূপ নেয় এবং এই সোরাটাইপ এল এর জন্যই মৃত্যু সংখ্যা বেড়েছে।
তবে বিজ্ঞানীরা বলছে, এই সোরাটাইপ এল ছড়াচ্ছে সোরাটাইপ সি এর তুলনায় কম ।
গত মঙ্গলবার চীনের পিয়ার-রিভিউড জার্নাল ন্যাশনাল সায়েন্স রিভিউতে প্রকাশিত ‘ওরিজিন অ্যান্ড কন্টিনিউটিং ইলিউশনফ এসএআরএস-কোভিড-২’ শীর্ষক একটি গবেষণা পত্রের বরাত দিয়ে সংবাদটি প্রচার করেছে চীনের সংবাদমাধ্যমগুলো ।
গবেষণাটি চীনের পিকিং বিশ্ববিদ্যালয়, সাংহাই বিশ্ববিদ্যালয় এবং চীনা বিজ্ঞান একাডেমির বিজ্ঞানীরা করেছেন।
উল্লেখ্য, করোনাভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত ১ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছেন ৩ হাজার ৪০০ এর বেশি এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫৭ হাজারের অধিক মানুষ ।