করোনাভাইরাস: যাদের মাস্ক ব্যবহার আবশ্যিক

, প্রবাসী

সাকিব এ চৌধুরী, চীন করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 15:38:27

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর রোববার বাংলাদেশেও ভাইরাসটিতে আক্রান্ত তিনজনকে শনাক্ত করা হয়েছে।

অনেকেই করোনভাইরাস নিয়ে আতঙ্কিত হলেও চিকিৎসকদের মতে, ভাইরাসটি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ, সচেতনতার মধ্য দিয়ে এই ভাইরাসের আক্রান্ত হওয়া থেকে রক্ষা পাওয়া যায়।

করোনাভাইরাস প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি গুরুত্বপূর্ণ পরামর্শ হলো— ভালোভাবে হাত ধোয়া ও মাস্ক ব্যবহার করা। বাইরে বের হওয়ার সময় মাস্ক ব্যবহার করলে যেকোনো ফ্লু ভাইরাস থেকে নিরাপদে থাকা যায়। আর কিছু ব্যক্তি রয়েছেন যাদের অবশ্যই মাস্ক ব্যবহার করা জরুরি।

যাদের জন্য মাস্ক ব্যবহার আবশ্যিক
১. আপনি যদি একজন স্বাস্থ্যকর্মী হন।
২. আপনি যদি COVID-19 এ আক্রান্ত হন।
৩. যদি আক্রান্ত রোগীদের সংস্পর্শে থাকেন।
৪. যদি ভাইরাস প্রাদুর্ভাবের অঞ্চলে বসবাস করেন।
৫. কোনো আক্রান্ত ব্যক্তির যত্ন নিলে মাস্ক পরতে হবে।
৬. শরীরে ফ্লুর মতো কোনো লক্ষণ দেখা দিলে।

কখন মাস্ক ব্যবহার করবেন
১. করোনায় আক্রান্ত সন্দেহভাজন কোনো রোগীর যত্ন নিলে।
২. সর্দি-কাশি হলে মাস্ক পরতে হবে।
৩. মাস্ক খোলার সময় সংক্রমিত হাত, নাক ও মুখে স্পর্শ হলে আপনার শরীরে ভাইরাস সংক্রমণ হতে পারে। তাই সময়মতো হাত ধুয়ে নিন।

সাবধানতা
১. মাস্ক পরার আগে হ্যান্ড স্যানিটাইজার বা সাবান ও পানি দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন।
২. মাস্ক দিয়ে আপনার মুখ ও নাক ঢেকে রাখুন।
৩. মাস্ক পরার পর হাত দিয়ে তা স্পর্শ করবেন না। যদি স্পর্শ করেন তা হলে সঙ্গে সঙ্গে হাত পরিষ্কার করুন।
৪. একবার ব্যবহার করা মাস্ক পুনরায় ব্যবহার করবেন না।

যেভাবে মাস্ক অপসারণ করবেন
১. মাস্ককে কখনই বাইরে থেকে হাত দিয়ে স্পর্শ করবেন না।
২. পেছন থেকে মাস্কটি খুলুন এবং অবিলম্বে এটি ঢাকনাসহ ডাস্টবিনে ফেলে দিন।
৩. স্যানিটাইজার বা সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করুন।

এ সম্পর্কিত আরও খবর