করোনাভাইরাসের হাসপাতালে নারী দিবস পালিত

, প্রবাসী

সাকিব এ চৌধুরী, চীন করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 12:56:43

আজ বিশ্ব নারী দিবস। নানা আয়োজনে সারাবিশ্বে পালিত হচ্ছে দিবসটি। চলমান করোনাভাইরাসের প্রকোপের মধ্যেও বাদ যায়নি করোনাভাইরাসে আক্রান্ত নারী রোগী ও স্বাস্থ্য-কর্মীদের উদযাপন। দিবসটি যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়েছে চীনের হুবেই প্রদেশের করোনাভাইরাসে আক্রান্তদের একটি অস্থায়ী হাসপাতালে।

বিশ্ব নারী দিবস উপলক্ষে রোববার (৮ মার্চ) হুবেই প্রদেশের উহানের উইচাং জেলার একটি অস্থায়ী হাসপাতালে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেন হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এসময় নারী রোগী এবং স্বাস্থ্য-কর্মীদের নারী দিবসের শুভেচ্ছা জানানো হয়। এসময় রোগী ও স্বাস্থ্য-কর্মীরা একসাথে গান গান।

উল্লেখ্য চীনের এই উহান শহরেই সর্বপ্রথম করোনাভাইরাস দেখা দেয় এবং আক্রান্ত ও মৃতের সংখ্যার সিংহভাগই এই শহরের বাসিন্দা। তবে বর্তমানে দিন দিন আক্রান্তের সংখ্যা কমছে উহানে।

এ সম্পর্কিত আরও খবর