ইতালিতে একদিনে ৮৮৯ জনের মৃত্যু, ছাড়াল দশ হাজার

, প্রবাসী

ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধি | 2023-08-21 01:12:12

মরণঘাতী করোনাভাইরাসে ইতালি যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ৮৮৯ জন। এনিয়ে ইতালিতে করোনায় মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে।

শনিবার (২৮ মার্চ) দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৭৪ জন। ইতালিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ হাজার ৪৭২ ও মৃত্যুর সংখ্যা ১০ হাজার ৩২ জন।

শনিবার ইতালির নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

এছাড়াও শনিবার ১ হাজার ৪৩৪ জন করোনা রোগী চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ইতালিতে এ পর্যন্ত ১৩ হাজার ৩৮৪ জন করোনায় আক্রান্ত রোগী চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন।

করনাভাইরাসের প্রাদুর্ভাবে পুরো ইতালি জুড়ে জরুরি অবস্থার সময় বাড়ানো হয়েছে আরও ১৮ এপ্রিল পর্যন্ত। করোনা ঠেকাতে দেশটির প্রধানমন্ত্রী জুসেফ কন্তে চলতি মাসের ১০ তারিখ থেকে ৩ এপ্রিল পর্যন্ত পুরো ইতালিতে জরুরি অবস্থা জারি করেন।

এদিকে দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় জরুরি অবস্থার সময় আরও ১৫ দিন বাড়ানো হয়েছে।

জরুরি অবস্থা চলাকালীন 'রেড জোন' আইন কেউ অমান্য করলে ২০৬ ইউরো জরিমানার বিধান করা হয়েছে। অন্যথায় ৩ মাস থেকে ২১ বছর পর্যন্ত জেলও হতে পারে।

 

এ সম্পর্কিত আরও খবর