প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত ইতালি। দেশটিতে এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৪৭২ জন ও ১০ হাজার ৩২ জনের মৃত্যু হয়েছে।
এদিকে বিপর্যস্ত ইতালির চারদিকে দুঃসংবাদের মধ্যেও পাওয়া গেল ভালো খবর। করোনায় আক্রান্ত হয়ে হওয়ার পর সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১০১ বছর বয়সী এক বৃদ্ধ ইতালিয়ান নাগরিক।
জানা গেছে, ১০১ বছরের ওই বৃদ্ধের বাড়ি ইতালির রিমিনিতে। মিস্টার পি নামের ওই ব্যক্তিকে ইতোমধ্যেই তার পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গিয়েছেন।
রিমিনির ভাইস মেয়র গ্লোরিয়া লিসি স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, ১৯১৯ সালে জন্মগ্রহণ করেন ওই ব্যক্তি। গত সপ্তাহেই তার শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া গেলে হাসপাতালে ভর্তি করা হয়।
লিসি আরও বলেন, ১০০ বছরের বৃদ্ধের সুস্থ হয়ে যাওয়ার পর আমরা সবাই এখন গোটা দেশে আশার আলো দেখছি।
লিসির কথায়, রোজ ঘুম থেকে উঠি খারাপ খবর শুনে। এই ভাইরাসের কবলে প্রাণ হারাচ্ছেন মূলত বয়স্ক মানুষজনই। এরই মাঝে ১০০ বছরেরও কোনও এক ব্যক্তি সুস্থ হলেন। এ যেন সত্যিই খুশির খবর।
ইতালিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ১৩ হাজার ৩৮৪ জন সুস্থ হয়ে উঠেছেন।
শনিবার (২৮ মার্চ) দেশটি এক দিনেই প্রাণ হারিয়েছেন ৮৮৯ জন ও আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৭৪ জন। আর ১ হাজার ৪৩৪ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।