চলমান করোনাভাইরাসে বর্তমানে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৯৫ শতাংশের অবস্থা গুরুতর নয়। তারা মিড কন্ডিশনে (মধ্যম-অবস্থায়) রয়েছেন। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সিরিয়াস কন্ডিশনে (গুরুতর অবস্থায়) আছেন ৫ শতাংশ।
করোনাভাইরাস পর্যবেক্ষণ করা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৫ লাখ ৮২ হাজার ৩৭৩ জন।
তার মধ্যে ৫ লাখ ৫২ হাজার ৮৮৫ জন আক্রান্ত ব্যক্তির অবস্থা মোটামুটি। আর গুরুতর অবস্থায় আছেন ২৯ হাজার ৪৮৮ জন।
প্রসঙ্গত, এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত ব্যক্তি সংখ্যা ৭ লাখ ৮৫ হাজার ৭৯৭ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৬০৭ জন এবং মারা গেছেন ৩৭ হাজার ৮১৭ জন।