করোনায় চীনকে ছাড়িয়ে গেল ৫ দেশ

, প্রবাসী

চীন করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 17:47:34

চলমান করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যায় ভাইরাসটির উৎপত্তিস্থল চীনকে ছাড়িয়ে গেছে বিশ্বের ৫টি দেশ। গত ডিসেম্বরে এই ভাইরাসটি প্রথম শনাক্ত হলে তিন মাসে ভাইরাসটি বিশ্বের প্রায় সব দেশেই ছড়িয়ে পড়ছে।

আক্রান্তের সংখ্যায় সব থেকে শীর্ষে অবস্থান করছে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১১ হাজার ৬৩৫ জন ।

মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই স্পেনে করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ২৬ হাজার ১৬৮ জন।

১ লাখ ২৪ হাজার ৬৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়ে তৃতীয় অবস্থানে আছে ইউরোপের দেশ ইতালি। চতুর্থ অবস্থানে রয়েছে জার্মানি। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি ৯৬ হাজার ৯২ জন।

৮৯ হাজার ৯৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত নিয়ে পঞ্চম অবস্থান ফ্রান্স। আর করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীন এখন ষষ্ঠ অবস্থানে নেমে এসেছে। চীনে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৬৬৯ জন।

করোনাভাইরাস পর্যবেক্ষণ করা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ও মিটারের ওয়েব সাইটে দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী সারাবিশ্বে এখন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১২ লাখ ২ হাজার ২৪২ জন ।

এখন পর্যন্ত সুস্থ হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৬৩৮ জন এবং মারা গেছেন ৬৪ হাজার ৭২৯ জন।

এ সম্পর্কিত আরও খবর