জাপানের পুলিশের সততার দৃষ্টান্ত

, প্রবাসী

মো. কামরুল হাসান, জাপান থেকে | 2023-08-28 05:25:18

অনেক দেশের পুলিশ সম্পর্কে  অনেক কথা  শুনেছি। বিশেষ করে  আমাদের বাংলাদেশের পুলিশ সম্পর্কে সবারই কিছু ভালো অভিজ্ঞতা যেমন আছে ঠিক তেমনি কিছু খারাপ অভিজ্ঞতাও আছে।

জাপানে পুলিশ সম্পর্কে আমি আজকে আমার একটা অভিজ্ঞতা শেয়ার করলাম। আমি জাপানে আসি ২০১৮ সালের ৪ এপ্রিল। আসার পর সব কিছু ভালোভাবেই চলছিল। প্রায় একমাস পর আমি আমি একজায়গায়  ঘুরতে গেলাম, ঘোরাঘুরির সময় আমার মানি ব্যাগটি  হারিয়ে  ফেললাম। অনেক খোজাখুঁজি  করেও পেলাম না। ফলে খুবই হতাশ  হয়ে পড়লাম। কি করব বুঝতে পারছিলাম  না। তার পর চলে গেলাম ওখানের একটি পুলিশ বক্সে গিয়ে এক পুলিশ কর্মকর্তাকে বললাম, এখানে কোথাও আমি আমার  মানিব্যাগ টা হারিয়ে  ফেলেছি। তারপর ওই পুলিশ সদস্য আমাকে  খুব  ভদ্রতার সাথে একটা চেয়ার  এনে বসতে দিলেন। তারপর আমাকে জিজ্ঞেস করলেন মানিব্যাগে কি কি ছিল।

আমি বললাম, জাইরিউ কার্ড, ব্যাংক এর ২টা কার্ড, সুইকা কার্ড, আমার আইডি  কার্ড এবং টাকা  ছিল  প্রায়  ১৫০০০ ইয়েন এবং  আরো গুরুত্বপূর্ণ কিছু  ডকুমেন্ট। তার পর উনি জিডি  আকারে  লিপিবদ্ধ  করলেন। আমাকে বসিয়ে রেখে উনি অনেক জায়গায় ফোন করলেন। খোঁজ  খবর  নিলেন  এবং আমাকে  বললেন  কোথাও এখন পর্যন্তপাওয়া যায়নি,পাওয়া গেলে সাথে সাথে আমার সাথে যোগাযোগ করবেন। উনি আমার নম্বর রেখে দিলেন।

ওখান থেকে যখন আমি চলে আসব তখন ওই পুলিশ সদস্য আমাকে জিজ্ঞেস করলেন, আপনার মানিব্যাগ  হারিয়ে গেছে আপনার কাছে তো এখন কোনো টাকা  নাই । আমি বললাম- হ্যাঁ। তখন উনি যা করলেন সত্যি আমি অবাক হয়ে গেলাম। উনি উনার পকেট থেকে ১০০০ ইয়েন আমাকে বের করে দিয়ে  বললেন আপনি এই  টাকা দিয়ে বাসায় চলে যান। আমি সত্যি  তার এই  সততা  দেখে হতভম্ব  হয়ে গেলাম। যখন আমি টাকাটা নিচ্ছিলাম না তখন উনি অনেক অনুরোধ করে বললেন আপনি  টাকাটা নেন পরে পারলে  ফেরত  দিবেন। কোনো সমস্যা  নাই। তারপর আমি টাকা টা নিলাম  এবং বাসায়  ফিরে আসলাম।

প্রায়  এক, দু সপ্তাহ পর আমি আমার মানিব্যাগটা ফেরত পাই, আরেক জায়গা হতে। জাপানে সাধারণত কোন জিনিস হারিয়ে গেলে সেটা পাওয়া যায়।আমি খুব খুশি হলাম সব কিছুই  ছিল।

আমি প্রায়  ১৫-২০ দিন পর যেই  পুলিশ  বক্সে  যাওয়ার পর ১০০০ ইয়েন পেয়েছিলাম সেখানে টাকা ফেরত  দিতে  গেলাম। ওখানে  গিয়ে আগের  পুলিশ  এর কথা  জিজ্ঞেস  করলাম  কিন্তু ওনারা বলতে পারলেন  না। তারপর  আমার জিডি নম্বরটা বললাম, ওনারা দেখে  বললেন, ওই পুলিশ অফিসার বদলি হয়ে গেছেন। তারপর আমি বললাম আমি ওনার কাছ  থেকে ১০০০ ইয়েন পেয়েছিলাম, টাকাটা  এখন  ফেরত  দিতে চাই। তারপর ওনারা ওই পুলিশ  অফিসার  কোথায়  আছেন  খোঁজ  করলেন কিন্তু বলতে  পারলেন না।

এরপর পুলিশ  যা বললেন এবারও  আমি অবাক হয়ে  গেলাম। উনি বললেন, যে আগের  পুলিশ  অফিসার  জিডি  করার সময়  ১০০০ টাকার কথা এখানে  লিখেন  নাই। তাই আমরা  ওনার সাথে যোগাযোগ করা ছাড়া  এই টাকা নিতে পারব না। তারপর আমি অনেক অনুরোধ করে টাকাটা দিলাম কিন্তু আমাকে শর্ত দিলেন যে, যদি ওই পুলিশের সাথে যদি  যোগাযোগ  করা না যায় তাহলে আমার টাকাটা আবার ফেরত নিতে হবে। উনি আমার নম্বর রেখে দিলেন।

আমি চলে আসলাম। সত্যি জাপান এর পুলিশ এর এই সততা দেখে আমি ওই দিন খুব অবাক হয়ছিলাম। আশা করি, একদিন আমার দেশের পুলিশও এরকম সেবা এবং সততা দিয়ে কাজ করে দেশকে এগিয়ে  নিয়ে  যাবেন। সেই দিনটার অপেক্ষায় রইলাম-ধন্যবাদ সবাইকে।

লেখক:মো. কামরুল  হাসান, জাপান

এ সম্পর্কিত আরও খবর