বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা

, প্রবাসী

চীন করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 15:25:54

বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (বিসিওয়াইএসএ) ২০২০-২১ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে। এএএম মুজাহিদকে সভাপতি এবং ড. মুহম্মদ শাহানুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

গত শনিবার (২ মে) নতুন এ কমিটির চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এর আগে গত ২০ এপ্রিল বিসিওয়াইএসএর তৃতীয় কার্যনির্বাহী বোর্ড ২০২০-২১ এর অনলাইন আবেদন ফর্ম ছাড়া হয় এবং বিভিন্ন পদে মোট ৩৬টি আবেদন জমা পড়ে। নব নির্বাচিত বোর্ডটি ২০২০ সালের মে মাস থেকে পরিচালনা শুরু করে আগামী এক বছরের জন্য বিসিওয়াইএসএর নেতৃত্ব দিবে। তিনজন নির্বাচকদের সর্বসম্মতিতে বিচার-বিশ্লেষণের পর যোগ্যতা সাপেক্ষে ২০২০-২১ সালের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

প্রার্থী বাছাইয়ে এবং নির্বাচনে দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি, বিসিওয়াইএসএর প্রতিষ্ঠাতা সভাপতি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাহাবুল হক।

বিসিওয়াইএসএর প্রতিষ্ঠাতা সদস্য, সিনিয়র জার্নালিস্ট, চায়না রেডিও ইন্টারন্যাশনালের বিদেশি বিশেষজ্ঞ মোহাম্মদ তৌহিদ, বিসিওয়াইএসএর উপদেষ্টা, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মুহম্মদ রাশেদুজ্জামান।

বাংলাদেশ-চীন স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নির্বাচিত সভাপতি পিএইচডি গবেষক জনাব এএএম মুজাহিদ নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘নব নির্বাচিত কমিটির প্রত্যেকে অত্যন্ত আন্তরিকভাবে সংগঠনকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাবে বলে আশা করি। বিসিওয়াইএসএর প্রতিটি সদস্য মিলে আমরা একটি পরিবার।’

তিনি আরও বলেন, ‘সংগঠনটি পূর্বের ন্যায় চীনে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ এবং সম্প্রীতি বজায় রেখে ব্যক্তিগত উন্নয়ন, প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উন্নয়নের সহযোগী হিসেবে ধারাবাহিকতা বজায় রাখতে সচেষ্ট থাকবে।’

এছাড়া সংগঠনের কল্যাণে সহমর্মিতার মানসিকতা নিয়ে কমিটি ও কমিটির বাইরে প্রতিটি সদস্যকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সংগঠনটির নির্বাচিত সাধারণ সম্পাদক ড. শাহানুল বলেন, ‘আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ এবং আমার কৃতজ্ঞতা জানাই। আগামী এক বছরে সংগঠনকে আরও গতিশীল রেখে প্রকৃত চীন প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষায় এবং দু'টো দেশের পারস্পরিক সুসম্পর্ক রক্ষায় কাজ করে যাব।’

এছাড়া সংগঠনের মুখপাত্র বিসিওয়াইএসএ নিউজের প্রধান বার্তা সম্পাদক পদে মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম এবং নির্বাহী বার্তা সম্পাদক পদে ইফতে খাইরুল হক ইমন নির্বাচিত হয়েছেন।

নব নির্বাচিত প্রধান বার্তা সম্পাদক মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের তৃতীয় কার্যনির্বাহী কমিটিতে আমাকে বার্তা সম্পাদকের দায়িত্বভার দেওয়া এবং আমার ওপর আস্থা রাখায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। সবার একাত্ম প্রচেষ্টায় আগামী দিনগুলোতে আমরা চীনে অস্থানরত ছাত্রছাত্রীদের কল্যাণে কাজ করে যাব। আমরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরবে।’

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি পদে মো. বশির উদ্দিন খান, মারুফ হাসান, আগা মোস্তাফিজুর রহমান চৌধুরী, মোহাম্মদ ইকবাল হোসেন, যুগ্ম-সম্পাদক পদে তানভিরুল ইসলাম এবং নুজহাত ফারহানা, মো. রাইসুল হাসান রাসেল (অফিস সহকারী), মো. আন নাজমুস সাকিব

এ সম্পর্কিত আরও খবর