ইতালিতে সুস্থ হয়ে উঠেছেন ৯৯ হাজার ২৩ জন

, প্রবাসী

ইসমাইল হোসেন স্বপন, ইতালি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-22 01:36:12

ইতালিতে করোনায় আকান্তের সংখ্যা কমছে, একই সাথে বাড়ছে আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার হার। দেশটিতে এখন পর্যন্ত ৯৯ হাজারের বেশি করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হয়েছেন ২ হাজার ৭৪৭ জন কোভিড-১৯ রোগী। এ নিয়ে ইতালিতে করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৯৯ হাজার ২৩ জন।

ইতালির সিভিল প্রোটেকশন এজেন্সির দেওয়া তথ্য অনুযায়ী, মৃতের তালিকায় নতুন যুক্ত হয়েছে ২৪৩ জন এবং ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৩২৭ জন।

দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ২০১ জনে। আর আক্রান্ত দুই লাখ ১৭ হাজার ১৮৫ জন।

গত সোমবার লকডাউন শিথিলের পর দেশটিতে কাজে ফিরেছেন প্রায় ৪০ লাখ মানুষ। লকডাউন শিথিল হওয়ার পর বিভিন্ন ফ্যাক্টরির কার্যক্রম, নির্মাণ কাজ ও পাইকারি ব্যবসা আবার চালু হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, দেশে অর্থনীতির ভঙ্গুর দশা ঘোচাতে লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি সংক্রমণের মাত্রা কমতে থাকে, তবে বার, সেলুন, রেস্টুরেন্ট আগামী ১ জুন থেকে পুনরায় চালু করা হবে।

এছাড়াও দেশটির উপসনালয়গুলো আগামী ১৮ মে থেকে খুলে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ সম্পর্কিত আরও খবর