ইতালিতে বাংলাদেশি কমিউনিটি নেতা জাকির হোসেন জাকির (৬৭) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ মে) স্থানীয় সময় সকাল ৭টায় ইতালির মিলান শহরের নিগোয়ারদা হাসপাতালে তিনি মারা যান।
তার দেশের বাড়ি বৃহত্তর নোয়াখালীর ফেনী জেলায়। তিনি স্ত্রী ও ছেলে মেয়েদের নিয়ে দীর্ঘদিন যাবত মিলান শহরে বসবাস করতেন।
তিনি ইতালিতে বৃহত্তর নোয়াখালী সমিতি, মিলান-মোনছা-ব্রিয়ানছা উপদেষ্টা ছিলেন। বৃহত্তর নোয়াখালী সমিতি, মিলান-মনযা-ব্রিয়ানযা, ইতালির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ফিরোজ আলম জানান, বার্ধক্যজণিত কারনে তার মৃত্যু হয়েছে।
বৃহত্তর নোয়াখালী সমিতির পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
তার মৃত্যুতে ইতালিতে বাংলাদেশি কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে এসেছে।