ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইতালির বোলোনিয়া প্রবাসীদের করোনা পরবর্তী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে শনিবার (১৮ জুলাই) বোলোনিয়া লায়ন্সের উদ্যোগে এ আয়োজন করা হয়।
দীর্ঘ চার মাসের লকডাউন শেষে বোলোনিয়া লায়ন্স এর আয়োজনে গত শনিবার (১৮ জুলাই) বোলোনিয়া এলাকায় বসবাসরত বাংলাদেশিদের অংশগ্রহণে প্রবাসের মাটিতেও এ যেন একখণ্ড বাংলাদেশ।
প্রবাসী বাংলাদেশিদের এই মিলনমেলায় উপস্থিত ছিলেন ডয়েচে ভেলের বাংলা বিভাগের প্রধান খালেদ মহিউদ্দিন ও সাংবাদিক আরাফাত।
এছাড়াও এই আয়োজনে আরো উপস্থিত ছিলেন ইতালিয়ান উকিল,ডাক্তার এবং মানবাধিকার সংস্থার এসআই কোবাস- এর নেতাকর্মীরা।
সবশেষে মিলনমেলায় উপস্থিত সকলের জন্য ভোজনের আয়োজন করা হয়।