'যত বেশি সম্ভব' হত্যা করতে চেয়েছিল গানম্যান টারান্ট

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-14 16:02:41

গেল বছর নিউজিল্যান্ডের দুটি মসজিদে মুসল্লিদের ওপর এলোপাতাড়ি গুলি চালায় অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেন্টন টারান্ট নামের এক শ্বেতাঙ্গ। ভয়াবহ ওই হামলায় মারা যান ৫১ জনের। নির্মম ওই হামলার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয় লাইভ স্ট্রিম করে।

মসজিদে হামলার ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন টারান্ট। সোমবার (২৪ আগস্ট) সকালে নিউজিল্যান্ডের আদালতে এ সংক্রান্ত শুনানি শুরু হয়েছে।

জানা গেছে, ক্রাইস্টচার্চের দুটি মসজিদ ছাড়াও আরো একটি মসজিদে হামলার পরিকল্পনা ছিল টারান্টের। এমনকি 'যত বেশি সম্ভব' মানুষ হত্যা করতে চেয়েছিল সেদিন। আদালতে শুনানিকালে এসব তথ্য উঠে আসে। এই মামলায় শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাভোগ করতে হতে পারে আসামির।

আদালতে শুনানির সময় কারাগারের ধূসর পোশাকে দেখা গেছে টারান্টকে। তার আশেপাশে তিনজন পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। শুনানির সময় একেবারেই নিশ্চুপ ছিলেন এই হামলাকারী।

করোনাভাইরাসের কারণে সরাসরি এই শুনানিতে কেউই উপস্থিতি ছিলেন না।সামাজিক দূরত্ব নিশ্চিত করতে অন্য একটি কোর্টরুম থেকে ভিডিও কলিংয়ের মাধ্যমে শুনানি প্রক্রিয়া দেখানো হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর