'পরবর্তী মহামারীর জন্য বিশ্বকে প্রস্তুত থাকতে হবে'

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 04:15:56

বিশ্বকে অবশ্যই পরবর্তী মহামারীর জন্য আরও ভালভাবে প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস অ্যাধনম ঘেরিবাইসাস। এমনকি তিনি দেশগুলোকে জনস্বাস্থ্যে বিনিয়োগ বাড়ানোর আহ্বানও জানান।

সোমবার (৭ সেপ্টেম্বর) জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়েটারর্সে প্রকাশিত প্রতিবেদন মতে, বিশ্বব্যাপী এখন পর্যন্ত ২৭.১৯ মিলিয়ন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছে ৮ লাখ ৮৮ হাজার ৩২৬ জন।

ডব্লিউএইচও প্রধান বলেন, 'ইতিহাস থেকে জানা যায় মহামারীর প্রাদুর্ভাবই জীবনের মূল্য বুঝতে শেখায়। তাই পরবর্তী মহামারী আসার আগে বিশ্বকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। এই সময়ের চেয়েও বেশি প্রস্তুত থাকতে হবে'।

এ সম্পর্কিত আরও খবর