মার্কিন সেনাবাহিনী থেকে ট্রান্সজেন্ডারদের অপসারণে পরিকল্পনা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪,কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মার্কিন সেনাবাহিনী থেকে ট্রান্সজেন্ডার সম্প্রদায়কে অপসারণের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন।

সোমবার (২৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদেনে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাহী আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী থেকে ট্রন্সজেন্ডারদের অপসারণের পরিকল্পনা করছে নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি নতুন রাষ্ট্রপতি হিসেবে প্রথম দিনেই ট্রাম্প এই নির্বাহী আদেশ জারি করতে পারবেন বলে উল্লেখ করা হয়েছে ।

ট্রান্সজেন্ডারদের চিকিৎসা সুবিধার ক্ষেত্রে আরোপ হতে পারে নতুন বিধি। যেসকল ট্রান্সজেন্ডার ব্যক্তি তাদের ব্যয়ভার বহন করতে পুরোপুরি অক্ষম থাকবে শুধু তাদেরই চিকিৎসার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।

বিজ্ঞাপন

ট্রাম্প তার প্রথম মেয়াদেই ট্রান্সজেন্ডারদের বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে তৎকালীন সময়ে নতুন যোগদানে বাধা ট্রান্সজেন্ডারদের বাধা দিয়েছিলেন। তবে যারা সেনাবাহিনীতে নিযুক্ত ছিল তাদের জন্য কোনো বিধি নিষেধ আরোপ করেন নি।

তবে এবার যারা নতুন যোগদান বন্ধের পাশাপাশি যারা সেনাবাহিনীতে কর্মরতম আছেন তাদেরকেও অপসারণ করা হবে বলে জানা গেছে ।

উল্লেখ্য, মার্কিন সেনাবাহিনীতে ১৫ হাজার ট্রান্সজেন্ডার সাক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।