ক্যালিফোর্নিয়ায় যুদ্ধাহত সেনাদের আশ্রয়কেন্দ্রে গুলি, নিহত ৪

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ৩ | 2023-08-27 05:32:18

আমেরিকার ক্যালিফোর্নিয়ায় যুদ্ধাহত ও বৃদ্ধ সেনাদের আশ্রয়কেন্দ্রে অন্তত চারজন নিহত হয়েছে। অস্ত্রধারী ব্যক্তি পুলিশের আহ্বানে সাড়া না দিয়ে আশ্রয় কেন্দ্রের অন্তত তিন নারীকে হত্যা করেছে। পুলিশ ওই অস্ত্রধারীর মৃতদেহও উদ্ধার করেছে। মনে করা হচ্ছে, পুলিশের গুলিতেই ওই অস্ত্রধারীর মৃত্যু হয়েছে। মার্কিন পুলিশ জানিয়েছে, শুক্রবার হামলাকারী ইউন্টভিলার ওই আশ্রয় কেন্দ্রটিতে প্রবেশ করে এবং তিন নারীকে পণবন্দী করে। কয়েক ঘণ্টার পণবন্দী নাটকের পর স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে তিন নারীর মৃতদেহের পাশে বন্দুকধারীর মৃতদেহও খুঁজে পাওয়া যায়। নিহত তিন নারী ওই কেন্দ্রের কর্মী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। অস্ত্রধারীর সঙ্গে নিহত তিন নারীর কোনো সম্পর্ক ছিল কিনা তাও নিশ্চিত হওয়া যায় নি। আমেরিকায় যুদ্ধাহত ও বয়োজ্যেষ্ঠ সেনাদের বড় আশ্রয় কেন্দ্রগুলোর মধ্যে সান ফ্রান্সিস্কোর নাপা ভ্যালির এই আশ্রয়কন্দ্রটি অন্যতম। আমেরিকায় অস্ত্র সহিংসতায় প্রতিদিন গড়ে প্রায় ৩৬ জন নিহত ও ৭৩ জন আহত হয়।

এ সম্পর্কিত আরও খবর