মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবারের (২ নভেম্বর) নির্বাচনের পর দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসিকে বরখাস্ত করতে পারেন।
রোববার (১ নভেম্বর) ফ্লোরিডায় এক নির্বাচনী সমাবেশে এমন ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। সমাবেশ থেকে ‘ফাউসিকে বরখাস্ত করুন’ এমন আহ্বান আসলে ট্রাম্প বলেন, আপনাদের পরামর্শের জন্য ধন্যবাদ। নির্বাচনের পর আর কয়েকটা দিন অপেক্ষা করুন।
সম্প্রতি ড. ফাউসি করোনাভাইরাস মোকাবিলায় হোয়াইট হাউস ও ট্রাম্পের ভূমিকার সমালোচনা করেন। তার এই সমালোচনা নির্বাচনের আগে করোনাভাইরাস মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছে।
ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ফাউসি বলেন, ট্রাম্প তথ্য-প্রমাণকে অস্বীকার করেছেন, এমনকি কোনও প্রমাণ ছাড়াই- অভিযোগ করেছেন যে অনেক চিকিৎসকরা লাভের জন্য ভাইরাসজনিত মৃত্যুর পরিমাণ বাড়িয়ে দিয়েছেন।