চলছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। সারা বিশ্ব অধীর হয়ে অপেক্ষা করছেন এ ভোটের ফলাফলের। ভোটের দিনে ব্যস্ত সময় পার করছেন দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ট ট্রাম্প ও জো বাইডেন।
নির্বাচনের ভোট গ্রহণ চলাকালীন সময়ে এক টুইট বার্তায় নির্বাচিত হলে ডেমোক্র্যাটস ও রিপাবলিকানদের নিয়ে এক সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন জো বাইডেন।
মঙ্গলবার এক টুইট বার্তায় জানান, আমি ডেমোক্র্যাট দলের হয়ে কাজ করছি। কিন্তু আমি যখন নির্বাচিত হবো, আমি হবো আমেরিকার প্রেসিডেন্ট। আমি সবার জন্য কাজ করব।
I’m running as a proud Democrat, but I will govern as an American president.
— Joe Biden (@JoeBiden) November 3, 2020
I will work with Democrats and Republicans, and I’ll work as hard for those who don’t support me as for those who do.
Because that’s the job of a president.
তিনি আরও জানান, আমি একই সঙ্গে ডেমোক্র্যাটস ও রিপাবলিকানদের নিয়ে কাজ করব। যারা আমাকে সমর্থন দেয়নি আমি তাদের জন্য কাজ করব। কারণ আমি আমেরিকার প্রেসিডেন্ট হবো, আর এটাই হচ্ছে প্রেসিডেন্টের কাজ।
এদিকে সম্ভাব্য জয়ের পথে ডেমোক্রেট জো বাইডেন আর নিশ্চিত ভরাডুবির মুখে বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ঘণীভূত হয়েছে নির্বাচন-পরবর্তী অনিশ্চয়তার আশঙ্কা।
নির্বাচনে প্রথম প্রাপ্ত ফলাফলে বাইডেনের বিজয়ের আভা ছড়িয়েছে। প্রথম রেজাল্টকে সাধারণত সৌভাগ্যের চিহ্ন রূপে গণ্য করা হয় যুক্তরাষ্ট্রে।