নিজের জয়ে ব্যাপারে আত্মবিশ্বাসী ডেমোক্র্যাটিক দলের প্রার্থী জো বাইডেন সমর্থকদের ধৈর্য্য ধরার পরামর্শ দিয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় নিজ শহর ডেলাওয়্যারের উইলমিংটনে নির্বাচনী পরবর্তী এক বক্তৃতায় তিনি বলেন, আমরা যে অবস্থানে আছি, তাতে আমি ভালো বোধ করছি’।
সেই সঙ্গে আমেরিকার বেশ কয়েকটি মূল রাজ্যে ভোট গণনা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
বাইডেন বলেন, আমি আজ রাতে আপনাদের বলতে এখানে এসেছি আমি বিশ্বাস করি আমরা এই নির্বাচনটি জয়ের পথে রয়েছি। আমরা আগে থেকে জানতাম নির্বাচনের ফলাফল পেতে দীর্ঘ সময় লাগতে যাচ্ছে। খুব সম্ভবত আগামীকাল সকালের মধ্যে পেয়ে যাব।
এখন পর্যন্ত মার্কিন গণমাধ্যমে প্রকাশিত ফলাফলে জো বাইডেন ২২৪ ইলেকটোরাল ভোট পেয়েছেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১২ টি ইলেকটোরাল ভোট।
এদিকে নির্বাচনের ফলাফলে জো বাইডেন ট্রাম্পের থেকে এগিয়ে থাকলেও গুরুত্বপূর্ণ সুইং স্টেটে ট্রাম্প এগিয়ে রয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এখন পর্যন্ত ফ্লোরিডা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেখানে ৫১দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে ট্রাম্প জয়লাভ করেন।