এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নানা দিক থেকে আলোচিত। এই নির্বাচনকে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন বলা হচ্ছে। ফলাফলের অপেক্ষায় স্নায়ুবিক লড়াই চলছে গোটা বিশ্বে।
এবার ১৬ কোটির বেশি ভোটার ভোট দিয়েছেন মার্কিন নির্বাচনে। যা গত ১২০ বছরের মধ্যে সর্বোচ্চ।
আমেরিকার নির্বাচন প্রকল্প বলছে, এবারে ভোটের হার ৬৬.৯ শতাংশ। যা ১৯০০ সালের পর সর্বোচ্চ।
১৯০০ সালে রিপাবলিকান প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলি তার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী উইলিয়াম জেনিংস ব্রায়ানকে হারিয়েছিলেন যাতে ভোটের হার ছিলো ৭৩ দশমিক ৭ শতাংশ।
তবে এবারের মতো ফলাফলের জন্য অপেক্ষা করতে হয়নি। খুব দ্রুত নির্বাচনের ফলাফল এসেছিল।
‘২০২০ সালের নির্বাচনই ১২০ বছরের মধ্যে বেশি ভোট পড়েছে’ টুইটে লিখেছেন আমেরিকার নির্বাচন প্রকল্প-এর প্রতিষ্ঠাতা প্রফেসর মাইকেল ম্যাকডোনাল্ড।
তিনি বলেন, এখনও অনেক ব্যালট গণনা বাকি আছে। আমি আগামী সপ্তাতে ভোটের হারের তথ্য পরিমার্জন করবো।
করোনার কারণে এবারের নির্বাচনে প্রায় ১০ কোটি আমেরিকান ডাক যোগে ভোট দিয়েছেন। যা ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের মোট ভোটারের ৭৩ শতাংশ। এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পড়বে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: বিবিসি