মার্কিন সংস্থা হোমল্যান্ড সিকিউরিটির সাইবার বিষয়ক শীর্ষ কর্মকর্তা ক্রিস্টোফার ক্রেবস বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনায় কোনও বিদেশি শক্তি হস্তক্ষেপ করেছে এমন প্রমাণ নেই।
ক্রিস্টোফার ক্রেবস এক বিবৃতিতে বলেছেন, কোনও বিদেশি প্রতিপক্ষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট প্রদান বা এর ফলাফল পরিবর্তনে বাধা দিতে সক্ষম বলে প্রমাণিত হয়নি। খবর বিবিসি।
২০১৬ সালের নির্বাচনে হিলারি ক্লিনটনের বিরুদ্ধে নির্বাচনের ফল প্রভাবিত করার চেষ্টার পেছনে রাশিয়ার ভূমিকা ছিল বলে প্রতিবেদন প্রকাশ করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।
ক্রেবস বলেছেন, চলমান ভোট গণনা এবং নির্বাচনের ফলাফল চূড়ান্ত ঘোষণার আগে বিদেশি কোনো পক্ষ যেন প্রভাব খাটাতে না পারে, তা নিশ্চিত করতে নজরদারি অব্যাহত রাখা হবে। আমেরিকান জনগণ বিদেশি প্রভাবের প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরক্ষার সর্বশেষ লাইন বলে জানান তিনি।
ট্রাম্প শিবির বেশ কয়েকটি রাজ্যে আইনানুগ মামলা করেছে। মঙ্গলবার সন্ধ্যায় ভোটগ্রহণ বন্ধ হওয়ার কয়েক ঘণ্টা পরে তারা অভিযোগ করেন আমেরিকান জনসাধারণের সঙ্গে জালিয়াতি হয়েছে, তবে তিনি কোনও প্রমাণ দেননি।
মার্কিন সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, এখন পর্যন্ত ইলেকটোরাল ভোটে এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। সবশেষ ব্যাটেলগ্রাউন্ড খ্যাত সুইং স্টেট উইসকনসিনে জিতে প্রেসিডেন্ট হওয়ার পথে এক ধাপ এগিয়ে গেছেন তিনি। এবার জিতলেন মিশিগানও। এপি জানিয়েছে ২৫৩ টি ইলেকটোরাল ভোট পেয়ে এগিয়ে রয়েছেন জো বাইডেন। অপরদিকে প্রেসিডেন্ট ট্রাম্প পাচ্ছেন ২১৪টি ইলেকটোরাল ভোট।